চিকিৎসাশাস্ত্রের অধ্যয়নে বিশেষ উন্নতি ও সাফল্যের যোগ। কর্মস্থল পরিবর্তন ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা। ... বিশদ
এদিনের বৈঠকে উপদ্রুত এলাকার যুব সম্প্রদায়কে অস্ত্র ছেড়ে সমাজের মূলস্রেোতে ফেরার ডাক দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, উত্তর-পূর্ব ভারত এবং জম্মু ও কাশ্মীরে ১৩ হাজার মানুষ হিংসা ছেড়ে মূলস্রোতে ফিরে আসতে পেরেছেন। এই প্রসঙ্গেই শাহ বলেন, ‘ছত্তিশগড় আমাদের সকলের কাছে অনুপ্রেরণা। মাওবাদী উপদ্রুত এলাকায় ছত্তিশগড় সরকার ব্যাপক উন্নয়ন কর্মসূচি শুরু করেছে। এর মাধ্যমে মানুষের কাছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্প পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে গ্রামে গ্রামে স্কুল ও সস্তায় খাদ্যশস্যের দোকান খোলা সম্ভব হয়েছে।’ শাহর দাবি, আগের সরকারের তুলনায় গত ১০ বছরে নিরাপত্তা খাতে মোদির আমলে খরচ তিন গুণ বাড়ানো হয়েছে। তিনি বলেন, ‘জানুয়ারিতে যখন ছত্তিশগড়ে গিয়েছিলাম, তখন মাওবাদীদের দমন ও উন্নয়নের বিস্তারিত পরিকল্পনা করা হয়েছিল।’ ছত্তিশগড়ে সম্প্রতি ৩১ মাওবাদীর মৃত্যু হয়েছে। এরপর মাওবাদীদের উপর চাপ আরও বাড়ানোর কৌশল নিচ্ছে কেন্দ্র ও রাজ্যগুলি। কোন কৌশলে ছত্তিশগড় এই সাফল্য পেয়েছে, তা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।