কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায় ... বিশদ
তাঁর কথায়, প্রত্যেক দলেই বিভিন্ন গোষ্ঠী রয়েছে। এটা রাজনীতিরই অংশ। তাহলে কেন শুধুমাত্র হরিয়ানা বা কংগ্রেসের দিকে আঙুল তোলা হচ্ছে? শেলজার বলেন, সাধারণ মানুষই তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন। তাঁর দাবি, এবারের ভোটে মাটি কামড়ে লড়াই করেছে প্রত্যেকে। দলের অনুগত, বর্ষীয়ান নেতৃত্বই মুখ্যমন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে থাকবে। যদিও বিধায়কদের ভোটে মুখ্যমন্ত্রী নির্বাচনের বদলে হাইকমান্ডই মুখ্যমন্ত্রী বাছুন, চান শেলজা। তিনি বলেন, জাতীয় দলকে কিছু বিষয়ে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নিতে হবে। হাইকমান্ডের সঙ্গে আলোচনার সময় এবিষয়টি অনুভব করেছি আমি। শুধুমাত্র বিধায়কদের ভোটেই মুখ্যমন্ত্রী মুখ বাছাই প্রক্রিয়া স্বাস্থ্যকর নয়। তা দলাদলিকে প্রকট করে বলেই মত কংগ্রেস সাংসদের। বরং মানুষকে ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসার ডাকও দেন তিনি। শেলজার কথায়, তিনি দলিত হওয়া সত্বেও হরিয়ানার সবস্তরের মানুষ তাঁকে পছন্দ করে। হরিয়ানা তাঁকে আপন করে নিতে জানে। - ফাইল চিত্র