কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায় ... বিশদ
অর্থনৈতিক ইস্যুতে এদিন কেন্দ্রকে তোপ দাগেন কংগ্রেসের বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ। তাঁর দাবি, বিগত অন্তত দশ বছরে দেশের অর্থনীতিতে ‘চূড়ান্ত উদ্বেগজনক প্রবণতা’ দেখা যাচ্ছে। নিজের বক্তব্যের সমর্থনে তিনটি বিষয় তুলে ধরেছেন তিনি। প্রথমত, বেসরকারি ক্ষেত্র থেকে লগ্নি স্তিমিত হয়ে পড়েছে। দ্বিতীয়ত, ধাক্কা খেয়েছে উৎপাদন। তৃতীয়ত, শ্রমিকদের প্রকৃত মজুরি ও উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে। রমেশের বক্তব্য অনুযায়ী, মাঝে কিছুটা বাড়লেও ২০২৩ এবং ২০২৪ অর্থবর্ষের মধ্যে বেসরকারি সংস্থাগুলির নতুন প্রকল্পের ঘোষণা ২১ শতাংশ পর্যন্ত কমেছে। এখন কোম্পানিগুলি ব্যবসা বাড়ানোর পরিবর্তে মুনাফার টাকায় ঋণের বোঝা কমাচ্ছে।
কংগ্রেস নেতার আরও দাবি, মেক ইন ইন্ডিয়া প্রকল্প চালু হওয়ার দশ বছর পরেও দেশের উৎপাদন থমকে আছে। জিডিপিতে অংশিদারিত্বের নিরিখে দশ বছর আগে উৎপাদন যেখানে ছিল, এখনও ঠিক সেখানেই থমকে আছে।