কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায় ... বিশদ
মধ্যপ্রদেশের বাসিন্দা চন্দ্রশেখর গৌড়ের করা ওই আরটিআইয়ের জবাব থেকে দেখা যাচ্ছে, ২০১৯-২০ অর্থবর্ষ থেকে ২০২৩-২৪ আর্থিক বছর পর্যন্ত সবথেকে বেশি ট্রেন দুর্ঘটনা ঘটেছে নর্দার্ন রেলে। ২৫টি। দ্বিতীয় স্থানে রয়েছে মধ্য রেল (২২টি)। তৃতীয় স্থানে রয়েছে উত্তর-মধ্য রেল (২১টি)। পূর্ব রেলে ১২টি এবং দক্ষিণ-পূর্ব রেলে ১০টি দুর্ঘটনা ঘটেছে। কলকাতা মেট্রোয় কোনও দুর্ঘটনা ঘটেনি। সংশ্লিষ্ট আরটিআই জবাবে রেলমন্ত্রক জানিয়েছে, চলতি অর্থবর্ষে গত আগস্ট পর্যন্ত সারা দেশে ১৮টি ট্রেন দুর্ঘটনা ঘটেছে।