কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায় ... বিশদ
গত মাসে এক ব্যক্তি অভিযোগ করেছিলেন, তাঁর দুই মেয়েকে তামিলনাড়ুর কোয়েম্বাটোরে ঈশা ফাউন্ডেশনের আশ্রমে আটকে রাখা হয়েছে। মেয়েদের ফেরত পেতে হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা করেন ওই ব্যক্তি। ৩০ সেপ্টেম্বর আদালত তামিলনাড়ু পুলিসকে ওই আশ্রমে প্রবেশ করে তদন্তের অনুমতি দেয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় ঈশা ফাউন্ডেশন। এরপর ভিডিও কনফারেন্সে দুই তরুণীর সঙ্গে কথা বলে সুপ্রিম কোর্টের তিন সদস্যের ডিভিশন বেঞ্চ। তরুণীরা জানান, আটকে রাখার কোনও ঘটনাই ঘটেনি। তাঁরা নিজেদের ইচ্ছাতেই সেখানে রয়েছেন। এরপরই পুলিসের তদন্তে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ফাউন্ডেশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘সুপ্রিম কোর্টের এই হস্তক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। তবে মামলাটি যেহেতু বিচারাধীন, তাই আর কোনও মন্তব্য করছি না।’