Bartaman Patrika
দেশ
 

আধার, ভোটার, প্যানের বদলে
একটিমাত্র পরিচয়পত্রের ভাবনা কেন্দ্রের

 নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (পিটিআই): জনগণনার প্রসঙ্গ তুলে নতুন করে একটি মাত্র পরিচয়পত্রের (কার্ড) তত্ত্ব উস্কে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যেখানে আধার, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো যাবতীয় সুবিধা ওই একটি পরিচয়পত্রেই পাওয়া যাবে। পাশাপাশি, ২০২১ সালের আদম সুমারি কাগজ-পেন ছেড়ে পুরোপুরি ডিজিটাল হবে বলেও জানিয়েছেন মন্ত্রী। ব্যবহার করা হবে মোবাইল অ্যাপ। এবং জনগণনার সঙ্গে জাতীয় জনসংখ্যা রেজিস্টার বা এনপিআর-এর তথ্য সংগ্রহ করা হবে।
সোমবার রাজধানী দিল্লিতে রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া অ্যান্ড সেনসাস কমিশনারের নয়া ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অমিত শাহ। সেখানেই তিনি বহুমুখী কাজের উপযোগী একটি মাত্র পরিচয়পত্রের পক্ষে জোর সওয়াল করেন। ডিজিটাল সেনসাস দেশে বিপ্লব আনবে জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আধার, পাসপোর্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ডের ক্ষেত্রে কেন আমাদের একটি কার্ড থাকবে না? এমন একটা ভাণ্ডার তৈরি হওয়া উচিত, যেখানে একটি কার্ডের যাবতীয় তথ্য রাখা থাকবে। এর অনেক সম্ভাবনা রয়েছে। আর তাই ডিজিটাল সেনসাস ভীষণ গুরুত্বপূর্ণ।’
২০২১ সালের সেনসাসের জন্য কাজ শুরু হবে ২০২০ সালের ১ অক্টোবর থেকে। জম্মু ও কাশ্মীর, হিমাচল ও উত্তরাখণ্ডের মতো তুষারপাত প্রবণ এলাকায় তা হবে ২০২১ সালের ১ মার্চ থেকে। সারাদেশের ১৬টি ভাষায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে করা হবে এই জনগণনা। দেশের ভবিষ্যৎ, উন্নয়নমূলক কাজ এবং জনকল্যাণমূলক প্রকল্পের জন্য ২০২১ সালের এই জনগণনার তথ্যই হবে মূল ভিত্তি বলে জানিয়েছেন অমিত শাহ। তাঁর কথায়, ‘১৩০ কোটি ভারতবাসীকে জনগণনার উপকারিতার কথা বোঝাতে হবে। জনগণনার সেই তথ্য লোকসভা, বিধানসভা ও পুরসভার ওয়ার্ড বিন্যাসের পাশাপাশি দেশের অগ্রগতিতেও অবদান রাখবে।’
এরপরেই এবারের সেনসাসে কাগজ-কলমের দিন শেষ বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘নির্দিষ্ট একটি মোবাইল অ্যাপের মাধ্যমে সেনসাসের তথ্য সংগ্রহ করা হবে। এই প্রথম কোনও সেনসাসে মোবাইল অ্যাপ ব্যবহার হবে। কাগজ-কলমে সেনসাসের দিন শেষ, যা সেনসাসের কাজে বড় বিপ্লব আনবে।’ এ প্রসঙ্গে সেনসাসের সঙ্গে যুক্ত কর্মী-আধিকারিকদের অত্যন্ত গুরুত্ব সহকারে সেই ‘পবিত্র’ কাজ করার আর্জি জানিয়েছেন অমিত শাহ। অতীতে সরকার জনকল্যাণমূলক প্রকল্প নেওয়ার সময় কোনওরকম পরিকল্পনা করত না, কিন্তু, ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতা দখলের পর থেকে তা বদলে গিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
অমিত শাহ বলেন, ২০১১ সালের জনগণনার ভিত্তিতে ২২টি কল্যাণমূলক প্রকল্প গ্রহণ করেছিল মোদি সরকার। তার মধ্যে রয়েছে, ব্যাঙ্কে খাতা খোলা, প্রত্যেকের জন্য বাড়ি, গ্যাসের সংযোগ, রাস্তা তৈরি, শৌচালয় প্রভৃতি। ২০১১ সালের সেনসাসে লিঙ্গ বৈষ্যমের যে চিত্র উঠে এসেছিল, তার জেরেই মোদি সরকার ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ যোজনা চালু করেছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরেই ‘উজ্জ্বলা’ যোজনার সাফল্যের কথা তুলে ধরেন তিনি। অমিত শাহ বলেন, ‘২০২২ সালের মধ্যে গ্যাস সংযোগহীন কোনও পরিবার আর দেশে থাকবে না।’ এই প্রসঙ্গে হরিয়ানা সরকারের প্রশংসা করেন তিনি।
তবে শুধু জনগণনার কাজই নয়, সেই তথ্য সংগ্রহের সঙ্গে নেওয়া হবে এনপিআরের তথ্যও। আধিকারিকরা জানিয়েছেন, অসমের জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি তথ্যের দেশব্যাপী ভিত্তি হল এই এনপিআর। প্রসঙ্গত, ভারতে স্থায়ীভাবে বসবাসকারী নাগরিকদের তালিকা হল, ন্যাশনাল পপুলেশন রেজিস্টার। 

চিদম্বরমকে দেখতে তিহারে মনমোহন, সোনিয়া
আমেরিকায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক
ভাষণের কড়া সমালোচনা কংগ্রেসের

 সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: ২৩ সেপ্টেম্বর: দেশের বেহাল আর্থিক অবস্থা থেকে গতকালের ‘হাউডি মোদি।’ জেলে বসেই লাগাতার মোদি সরকারকে আক্রমণ চালিয়ে যাচ্ছেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। সেই আক্রমণে অক্সিজেন দেওয়ার পাশাপাশি চিদম্বরমের মনোবল বাড়াতে আজ তিহারে ‘ভিজিটর’ হিসেবে দেখা করে এলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডা. মনমোহন সিং এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। বিশদ

কাশ্মীরে বিজেপি, আরএসএস নেতা
খুনে অভিযুক্ত তিন হিজবুল জঙ্গি ধৃত
ম্যারাথন জেরার মুখে জয়েশ জঙ্গিরা

 জম্মু, ২৩ সেপ্টেম্বর (পিটিআই): জম্মু ও কাশ্মীরে বিজেপি ও আরএসএস নেতা খুনে অভিযুক্ত তিন জঙ্গিকে গ্রেপ্তার করল পুলিস। নাসির আহমেদ শেখ, নিশাদ আহমেদ এবং আজাদ হুসেন নামে ওই তিন জঙ্গি হিজবুল মুজাহিদিনের সক্রিয় সদস্য। কিস্তওয়ার জেলার একটি গোপন ডেরায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিস জানিয়েছে।
বিশদ

সীমান্তের ওপারে অনুপ্রবেশের অপেক্ষায়
৫০০ জঙ্গি, জবাব দিতে তৈরি ভারতীয় সেনাও

 চেন্নাই, ২৩ সেপ্টেম্বর (পিটিআই): টার্গেট ভারত। তাই, কাশ্মীর সহ বিভিন্ন প্রান্তে নাশকতা চালাতে সীমান্তপারে অপেক্ষা করছে ৫০০ প্রশিক্ষিত পাক জঙ্গি। সুযোগ পেলেই গোটা দেশকে অশান্ত করে তোলার পরিকল্পনা নিয়েছে তারা। ইমরান খান সরকারের সহযোগিতায় পাক সেনা গোটা নাশকতার ছক কষেছে। বিশদ

কর ছাড়ের জেরে দ্বিতীয় দিনেও চাঙ্গা
শেয়ার বাজার, আকাশ ছুঁল সেনসেক্স

 মুম্বই, ২৩ সেপ্টেম্বর (পিটিআই): কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কর্পোরেট কর ছাড়ের সিদ্ধান্তে দ্বিতীয় দিনেও চাঙ্গা বম্বে শেয়ার বাজার। আকাশ ছুঁল সেনসেক্স। সোমবার একধাক্কায় ১,০৭৫ পয়েন্ট বাড়ল বম্বে শেয়ার বাজার সূচক। জাতীয় সূচক নিফটি বেড়েছে ৩২৬ পয়েন্ট। টাকার দামে কোনও হেলদোল দেখা যায়নি। এক ডলারের দাম ৭০.৯২ টাকা।
বিশদ

‘আব কি বার ট্রাম্প সরকার’ মন্তব্য করে সমালোচনার মুখে
ট্রাম্পের হয়ে ভোট প্রচারের জন্য মোদিকে তীব্র আক্রমণ কংগ্রেসের

 নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর: তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমেরিকা সফরে রয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হয়ে ভোট প্রচারের জন্য নয়। হিউস্টনে ‘হাউডি মোদি’র অনুষ্ঠানের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে সুর চড়ালেন কংগ্রেস নেতা আনন্দ শর্মা। বিতর্কের নেপথ্যে ওই মেগা ইভেন্টে মোদির একটি মন্তব্য।
বিশদ

সাত বছর টানা কাজ না করে কর্মীর
মৃত্যুতেও বর্ধিত হারে পেনশন মিলবে

নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (পিটিআই): পেনশন নিয়মে সংশোধনী নিয়ে এল কেন্দ্রীয় সরকার। নতুন নিয়মে কোনও সরকারি কর্মী সাত বছরের কম কাজ করে মারা গেলেও, তাঁর পরিবার ১০ বছর বর্ধিত পারিবারিক পেনশন পাবেন। এর আগে পারিবারিক পেনশনের জন্য ওই কর্মীকে অন্তত সাত বছর কাজ করতেই হতো।
বিশদ

ড্রোনের মাধ্যমে অস্ত্র, খলিস্তানপন্থী জঙ্গিগোষ্ঠীকে
দিয়ে ভারতে নাশকতা ঘটানোর ছক পাকিস্তানের
ধৃত ৪, উদ্ধার আগ্নেয়াস্ত্র

চণ্ডীগড়, ২৩ সেপ্টেম্বর: বিশেষ মর্যাদা তুলে নেওয়ার পাশাপাশি জম্মু ও কাশ্মীরজুড়ে কড়া নিরাপত্তা। ফলে উপত্যকায় সেভাবে দাঁত ফোটাতে পারছে না পাকিস্তান। তাই বিকল্প পথে ভারতে নাশকতার ছক কষছে তারা। খলিস্তানপন্থী জঙ্গিগোষ্ঠীকে অস্ত্র জোগান দিয়ে প্রত্যক্ষ মদত দিচ্ছে।
বিশদ

  বিচার ব্যবস্থায় নিয়োগ-বদলিতে হস্তক্ষেপের ফল ভালো হবে না, সতর্ক করল সুপ্রিম কোর্ট

 নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (পিটিআই): বিচারপতিদের নিয়োগ এবং বদলি বিচার ব্যবস্থা পরিচালনার মূল ভিত্তি। এতে হস্তক্ষেপ করা হলে প্রতিষ্ঠানের ক্ষেত্রে তার পরিণাম ভালো হবে না। সোমবার একটি মামলার শুনানিতে এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। বিশদ

শীঘ্রই পেশ হবে মন্ত্রিসভার বৈঠকে
বাড়ছে পেট্রল, ডিজেলের দাম, বিকল্প
হিসেবে ইথানলে জোর দিচ্ছে মোদি সরকার

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর: পেট্রল, ডিজেলের দাম ক্রমশ বাড়ছে। তাই এবার গাড়ির বিকল্প জ্বালানি হিসেবে ইথানলের উপর জোর দিচ্ছে মোদি সরকার। সেই মতোই তৈরি হয়েছে ক্যাবিনেট নোট। শীঘ্রই তা অনুমোদনের কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হবে।
বিশদ

বিমান কেলেঙ্কারি মামলায় কর্পোরেট লবিস্ট দীপক তলওয়ারের বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের

 নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (পিটিআই): বিমান কেলেঙ্কারি মামলায় কর্পোরেট লবিস্ট দীপক তলওয়ারের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিল সিবিআই। অভিযোগ, এয়ার ইন্ডিয়ার দীর্ঘ দিনের লোকসানের আসল কারণ এই কেলেঙ্কারি। সোমবার বিশেষ বিচারক অনিল কুমার সিশোদিয়ার এজলাসে চার্জশিট পেশ করেছে সিবিআই। বিশদ

বিধানসভা নির্বাচন: বন্যা বিধ্বস্ত এলাকায়
নকল ভোটার কার্ড দেবে প্রশাসন

 পুনে, ২৩ সেপ্টেম্বর (পিটিআই): ঠিক একমাস পরেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। একদফাতেই হবে ২৮৮ আসনের ভোট। কিন্তু গত মাসে ভয়াবহ বন্যায় এখনও গৃহহীন লক্ষাধিক মানুষ। বন্যার জলে ভেসে গিয়েছে ভোটার কার্ড। বিশদ

উৎপাদন বাড়লেও খরিফ মরশুমে খাদ্যশস্যের লক্ষমাত্রা ছোঁওয়া অসম্ভব, রিপোর্ট কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের

 নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর: এবার খরিফ মরশুমে লক্ষ্যমাত্রার চেয়ে কম খাদ্যশস্য উৎপাদন হবে। কেন্দ্রের দেওয়া তথ্য থেকেই একথা জানা গিয়েছে। গত পাঁচ বছরের গড়ের চেয়ে উৎপাদন বেশি হলেও এবার যে টার্গেট নেওয়া হয়েছিল, তা ছোঁয়া যাবে না বলেই রাজ্যগুলি থেকে পাওয়া তথ্য একজোট করে বুঝছে মোদি সরকার।
বিশদ

গুজরাত জেহাদি ষড়যন্ত্র মামলায়
গ্রেপ্তার এক মোস্ট ওয়ান্টেড

 আমেদাবাদ, ২৩ সেপ্টেম্বর (পিটিআই): গুজরাত জেহাদি মামলায় সোমবার এক ‘মোস্ট ওয়ান্টেড’কে গ্রেপ্তার করল পুলিস। দীর্ঘদিন সৌদি আরবে গা ঢাকা দিয়ে থাকার পর এদিনই আমেদাবাদ বিমানবন্দরে নামলে তাকে আটক করে সন্ত্রাস-দমন শাখা (এটিএস)। ধৃতের নাম ইউসুফ আবদুল ওয়াহাব শেখ।
বিশদ

  হোটেলের ছ’তলা থেকে ঝাঁপ দেওয়ার হুমকি যুবকের, উদ্ধারে রূদ্ধশ্বাস লড়াই দেখল দিল্লি

 নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর (পিটিআই): স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জের। হোটেলের ছ’তলার বারান্দায় উঠে এক যুবকের আত্মহত্যার হুমকিতে তোলপাড় হল গোটা দিল্লি। সন্দীপ ওরফে আরমান মালিক (৩১) নামে ওই যুবককে বারান্দা থেকে নামাতে রীতিমতো নাকানিচোবানি খেতে হয় পুলিস ও দমকলবাহিনীকে।
বিশদ

Pages: 12345

একনজরে
সংবাদদাতা, কাঁথি: কোথাও থিম আলো, আবার কোথাও দুই সম্প্রদায়ের মানুষের মিলনমেলা। কোথাও সবুজ বাঁচানো ও জল সংরক্ষণের বার্তা, আবার কোথাও প্রতিমা নয়, নিজের মায়ের মধ্যেই দুর্গাকে দেখার আহ্বান। এগরা শহরের পুজোয় এবারও বিভিন্ন ক্লাব নানা থিমের ডালি নিয়ে হাজির। শহরে ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মশার আঁতুড়ঘর হিসেবে সল্টলেকে নয়া আতঙ্ক থানাগুলি। সম্প্রতি বিধাননগর পুরসভার পক্ষ থেকে সল্টলেক পূর্ব থানায় বিশেষ অভিযান চালানো হয়। তাতেই ধরা পড়েছে, থানার বিল্ডিং এবং ক্যাম্পাসের চারপাশে একাধিক জায়গায় জমা জল রয়েছে। ...

সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালিত দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগ বন্ধ হয়ে গেল। স্পোর্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বলেন, ক্রীড়াসূচি তৈরি হওয়ার পর তিনটি ক্লাব নাম প্রত্যাহার করে নেওয়ায় বন্ধ হয়ে গিয়েছে দ্বিতীয় ডিভিশন লিগ। তিনটি ক্লাবকে তারজন্য শোকজও করা হয়েছে।  ...

 নিউ ইয়র্ক, ২৩ সেপ্টেম্বর (পিটিআই): রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার ৭৪তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী কয়েকদিন এখানে তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে। ডোনাল্ড ট্রাম্প সহ একঝাঁক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক হবে প্রধানমন্ত্রীর। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

শরীর-স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া প্রয়োজন। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। গুপ্তশত্রুতার মোকাবিলায় সতর্কতা প্রয়োজন। উচ্চশিক্ষায় বিলম্বিত সাফল্য।প্রতিকার: ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮৪৭: বাংলার প্রথম র‌্যাংলার ও সমাজ সংস্কারক আনন্দমোহন বসুর জন্ম
১৯৩২: চট্টগ্রাম আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু
১৯৩৫: অভিনেতা প্রেম চোপড়ার জন্ম
১৯৪৩: অভিনেত্রী তনুজার জন্ম
১৯৫৭: গায়ক কুমার শানুর জন্ম 

23rd  September, 2019


ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭০.১৪ টাকা ৭১.৮৪ টাকা
পাউন্ড ৮৭.০৪ টাকা ৯০.২৩ টাকা
ইউরো ৭৬.৭৭ টাকা ৭৯.৭৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮,৩২৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬,৩৬০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৬,৯০৫ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৬,৯৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৭,০৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৭ আশ্বিন ১৪২৬, ২৪ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, দশমী ২৮/৩ অপঃ ৪/৪২। পুনর্বসু ১২/৩৪ দিবা ১০/৩১। সূ উ ৫/২৯/১৭, অ ৫/২৮/৩৯, অমৃতযোগ দিবা ৬/১৬ মধ্যে পুনঃ ৭/৪ গতে ১১/৫ মধ্যে। রাত্রি ৭/৫২ গতে ৮/৪১ মধ্যে পুনঃ ৯/২৯ গতে ১১/৫৩ মধ্যে পুনঃ ১/২৯ গতে ৩/৫ মধ্যে পুনঃ ৪/৪০ গতে উদয়াবধি, বারবেলা ৬/৫৯ গতে ৮/২৯ মধ্যে পুনঃ ১২/৫৮ গতে ২/২৮ মধ্যে, কালরাত্রি ৬/৫৯ গতে ৮/২৮ মধ্যে।
 ৬ আশ্বিন ১৪২৬, ২৪ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার, দশমী ১৫/৩৮/২২ দিবা ১১/৪৪/৩১। পুনর্বসু ৩/২৭/১৪ দিবা ৬/৫২/৪, সূ উ ৫/২৯/১০, অ ৫/৩০/৩০, অমৃতযোগ দিবা ৬/২১ মধ্যে ও ৭/৮ গতে ১১/০ মধ্যে এবং রাত্রি ৭/৪১ গতে ৮/৩০ মধ্যে ও ৯/২০ গতে ১১/৪৮ মধ্যে ও ১/২৭ গতে ৩/৬ মধ্যে ও ৪/৪৫ গতে ৫/২৯ মধ্যে, বারবেলা ৬/৫৯/২০ গতে ৮/২৯/৩০ মধ্যে, কালবেলা ১/০/০ গতে ২/৩০/১০ মধ্যে, কালরাত্রি ৭/০/২০ গতে ৮/৩০/১০ মধ্যে।
২৪ মহরম

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা। বৃষ: শেয়ার বাজারে আজ কিছুটা বিনিয়োগ করতে পারেন। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
১৯৩২: স্বাধীনতা সংগ্রামী প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু১৯৪৮: হোন্ডা মোটরস কোম্পানির প্রতিষ্ঠা১৯৫০: ...বিশদ

07:03:20 PM

হাওড়ায় আত্মঘাতী পঞ্চম শ্রেণীর পড়ুয়া 
স্কুল থেকে বাড়ি ফিরে শৌচাগারে আত্মঘাতী হল পঞ্চম শ্রেণীর এক ...বিশদ

08:54:53 PM

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন অমিতাভ বচ্চন 

07:26:05 PM

হরিপালের নন্দকুঠিতে পথ দুর্ঘটনায় মৃত ৩ 
মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের। আহত হয়েছেন আরও তিনজন। ...বিশদ

06:28:27 PM

চোটের জেরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট দল থেকে ছিটকে গেলেন জসপ্রিত বুমরাহ 
অনুশীলনের সময় চোট পেলেন ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরাহ। চিকিৎসকরা ...বিশদ

05:17:56 PM