উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ। ... বিশদ
নভেম্বর মাস থেকে নতুন খরিফ মরশুমে ধান কেনার কাজ শুরু করেছে খাদ্যদপ্তর। এখনও নতুন ধান খুব কম উঠেছে। তাই এখনও ধান কেনার কাজে গতি আসেনি। ডিসেম্বর থেকে ধান কেনার পরিমাণ বাড়বে। মার্চ-এপ্রিল পর্যন্ত সময়ে সবথেকে বেশি ধান কেনা হয় সরকারি উদ্যোগে। খাদ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, শনিবার পর্যন্ত প্রায় ৬৮০০ টন ধান কেনা হয়েছে। উত্তর ২৪ পরগনা জেলা থেকে এখনও পর্যন্ত সবথেকে বেশি প্রায় ২৮০০ টন ধান কিনেছে সরকার।
চলতি খরিফ মরশুমে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত ৭০ লক্ষ টন ধান কেনার লক্ষ্যমাত্রা আছে সরকারের। একজন চাষি সরকার নির্ধারিত ন্যূনতম সংগ্রহ মূল্যে (এমএসপি) সর্বোচ্চ ৯০ কুইন্টাল পর্যন্ত ধান সরকারের কাছে বেচতে পারেন। তবে ধান কেনার সময় চাষির জমির পরিমাণ খতিয়ে দেখা হয়। ধান কেনার প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে এটি সহ একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। একজন প্রকৃত চাষি কি না তা জানতে নথিভুক্তি এবং ধান বিক্রির সময় আবেদনকারীর আধারের বায়োমেট্রিক যাচাই করা হচ্ছে।