পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে। ... বিশদ
ভারতসহ গোটা বিশ্বজুড়ে অসংখ্য অ্যামেচার রেডিও অপারেটর রয়েছেন। যে কেউ চাইলেই এই অ্যামেচার রেডিও অপারেটর হতে পারেন না। তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছ থেকে লাইসেন্স নিতে হয়। তারপর রেডিও হ্যান্ডসেট কিনে অপারেট করেন তাঁরা। যিনি আবেদন করেন, তাঁকে তাঁর বাড়ির ঠিকানায় অ্যামেচার স্টেশন অপারেটর সার্টিফিকেট (এএসওসি) দেওয়া হয়। অর্থাৎ, বাড়ি থেকেই এই রেডিও স্টেশন চালাতে পারবেন তাঁরা। অ্যামেচার রেডিওর ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস বলেন, গত ২৯ অক্টোবর কেন্দ্রীয় সরকারের এক গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দিষ্ট এএসওসি থেকেই অপারেট করতে হবে। অর্থাৎ, বাড়ির যে ঠিকানায় স্টেশনের লাইসেন্স রয়েছে, থাকতে হবে সেখানেই। স্থানান্তর করা যাবে না। ঘরবন্দি হয়ে থাকতে হবে। তাহলে কাজ করব কীভাবে?
দ্বিতীয়ত, বিভিন্ন জায়গায় ফ্রিকোয়েন্সি কেমন তা জানতে আমরা পাহাড়, উপকূলসহ বিভিন্ন এলাকায় পরীক্ষামূলক অভিযান করি। গোপন রেডিও সেট খুঁজতে ফক্স হান্টিংও করা হয়। স্টেশন স্থানান্তর করতে না-পারলে কাজটা করব কীভাবে? শুধু জরুরি প্রয়োজনে আমাদের যেতে হবে বলা হয়েছে। আমরা তো এমনিতেই যাই। কিন্তু, বাধ্যতামূলক করে আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা চলবে না। আমরা কেন্দ্রকে চিঠি দেব। কারণ,
এই ঘটনায় গোটা দেশের হ্যাম অপারেটররা ক্ষুব্ধ।