নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বিঘ্নে সম্পন্ন হল ছটপুজো। সরকারি ব্যবস্থাপনায় বিভিন্ন ঘাটে ছটের আয়োজন হয়েছিল। অতি উৎসাহী পুণ্যার্থীদের আটকাতে রবীন্দ্র ও সুভাষ সরোবর ঘিরে রেখেছিল পুলিস। ফলে সেখানে কেউ ঢুকতে পারেনি। তবে পুলিসি কড়াকড়ি সত্ত্বেও নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর অভিযোগ ওঠে। ছ’জনকে গ্রেপ্তার করে কলকাতা পুলিস। ৩৫.২ কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত হয়। এর পাশাপাশি অভব্য আচরণের অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করেছে লালবাজার। গঙ্গার ২২টি ঘাট সহ শহরের প্রায় ১৫০ জায়গায় ছটপুজোর আয়োজন করেছিল কলকাতা পুরসভা ও কেএমডিএ। তার মধ্যে ছ’টি অস্থায়ী পুকুর। বিভিন্ন পুকুরে ছটের জন্য অস্থায়ী সিঁড়ি তৈরি সহ রাখা হয়েছিল বায়ো টয়লেট, মহিলাদের চেঞ্জিং রুম। গঙ্গার ঘাটগুলি নিয়মিত সাফ করার ব্যবস্থাও ছিল। দু’দিনের পুজো নির্বিঘ্নে কাটায় খুশি পুরকর্তারা। আগে ছটপুজোর জন্য রবীন্দ্র ও সুভাষ সরোবরে ঢুকে পড়তেন পুণ্যার্থীরা। দূষিত হত সরোবরের জল। নষ্ট হতো পরিবেশ। এ নিয়ে পরিবেশ আদালতে মামলা হয়েছিল। তারপর আদালতের নির্দেশে দুই সরোবরেই ছটপুজোয় জারি হয় নিষেধাজ্ঞা। তারপরও রবীন্দ্র সরোবরের ভিতরে ঢুকে ছটপুজো পালন করতে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল তিন বছর আগে। ফলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে লালবাজার। এ বছর দুই লেকে মোতায়েন ছিল ২৫০ পুলিসকর্মী। বুধবার রাত আটটা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত বন্ধ ছিল রবীন্দ্র ও সুভাষ সরোবর। এছাড়া গঙ্গার ২২টি ঘাট সহ শহরের বিভিন্ন জায়গায় পুলিসি নিরাপত্তার ব্যবস্থা ছিল। সরকারি আধিকারিকদের বক্তব্য, তিন বছর ধরে দুই লেকে ছটের দিন কোনও সমস্যা হচ্ছে না। সরকারি ব্যবস্থাপনায় যেভাবে সরোবর বাঁচিয়ে অন্যত্র ছটপুজোর আয়োজন হচ্ছে তাতে মানুষ অভ্যস্ত হয়ে গিয়েছেন। আমাদের সর্বক্ষণ সতর্ক থাকতে হয়।
অন্যদিকে, ছটপুজোয় গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন এক ব্যক্তি। তাঁকে উদ্ধার করল কলকাতা পুলিসের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের (ডিএমজি) ডুবুরিরা। শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ এই ঘটনা ঘটে। বছর পঞ্চাশের ওই ব্যক্তির বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায়। প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে, স্রোতের টানে গঙ্গায় ভেসে যাচ্ছিলেন তিনি। গঙ্গার ঘাটগুলিতে ডিএমজি মোতায়েন ছিল। সিভিক ভলান্টিয়ার গোবিন্দ প্রামাণিক সহ কলকাতা পুলিসের তিন কর্মী গঙ্গা থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে তাঁর জীবন বাঁচান। এছাড়া কলকাতার নর্থ পোর্ট থানার ছাতুবাবু ঘাট থেকে নিথর অবস্থায় নীতেশ সাউ (২০) নামে সালকিয়ার এক বাসিন্দাকে উদ্ধার করে কলকাতা পুলিসের ডিএমজি। তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অনুমান, স্নান করতে নেমে গঙ্গায় তলিয়ে গিয়েছিলেন তিনি।