কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায় ... বিশদ
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা রামহরি মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরে এই নদী বাঁধ মেরামতের কাজ চলছে। এদিন বিকেলে একটি জেসিবি কাজ করছিল। সেই সময় হঠাৎই বাঁধের প্রায় ১২০০ মিটার এলাকা জুড়ে ধস নামে। পূর্ণিমার কটালে নদীর জল বাড়লে গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। নদী বাঁধের পেছনে ধানের জমি রয়েছে। ধানও প্রায় পেকে গিয়েছে। এই সময় জমিতে নোনা জল ঢুকে গেলে বড়সড় ক্ষতির মুখে পড়তে হবে গ্রামবাসীদের। তাই গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। রাতে আলো জ্বালিয়ে পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন, আপাতত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে।