রাজু চক্রবর্তী, কলকাতা: পুজোর মুখে যাত্রীদের যন্ত্রণা বাড়িয়ে মেট্রোর স্মার্ট কার্ড রিচার্জের বোনাস সরাসরি ৫ শতাংশ কমিয়ে দিল রেল। গান্ধী জয়ন্তীতে কলকাতায় এসে জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তারপর দিন অর্থাৎ ৩ অক্টোবর থেকে ভারতীয় রেলের অধীনে থাকা একমাত্র মেট্রো জোনের স্মার্ট কার্ডের বোনাস ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ হল। অর্থাৎ এতদিন ১০০ টাকা রিচার্জ করলে ১১০ টাকার রাইড ভ্যালু পেতেন যাত্রীরা। বর্তমানে তা কমে ১০৫ টাকার পাবেন। কোনও রকম ঘোষণা ছাড়াই উৎসবের আবহে স্মার্ট কার্ডের বোনাস হ্রাসে চরম ক্ষুব্ধ যাত্রীরা। তাঁদের বক্তব্য, ধারাবাহিকভাবে শহরের একাধিক মেট্রো রুটে একের পর স্টেশনে কাউন্টার উঠে যাচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ কার্যত স্মার্ট কার্ড কিনতে বাধ্য করছেন যাত্রীদের। সেখানে গতবছরের ২৩ জুন স্মার্ট কার্ডের দাম ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করা হয়েছে। একইভাবে কার্ড পিছু রেলের কাছে গচ্ছিত (সিকিউরিটি ডিপোজিট) টাকা ৬০ থেকে বৃদ্ধি করে ৮০ টাকা করা হয়েছে। রিচার্জের পর বোনাস ৫ শতাংশ কমে যাওয়ায় বর্তমানে যাত্রীদের রাইড ভ্যালু প্রাপ্তি ৭৭ টাকা থেকে কমে প্রায় ৭৩ টাকা হবে। অর্থাৎ কার্ডের দাম ও সিকিউরিটি ডিপোজিট বাড়িয়ে বোনাস ও রাইড ভ্যালু কমিয়ে যাত্রীদের বাড়তি আর্থিক দায় চাপাল ভারতীয় রেল।
এ প্রসঙ্গে মেট্রো ভবনের এক কর্তা বলেন, টোকেন ব্যবস্থা পুরোপুরি বন্ধ করার পথে হাঁটার সিদ্ধান্ত হয়েছে। গত বৃহস্পতিবার এ নিয়ে জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি স্টেশন সুপারভাইজারদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানেই উৎসবের মরশুম শেষে মেট্রোর টোকেন ব্যবস্থা গুটিয়ে নেওয়ার কথা জানানো হয়েছে। তিনি আরও বলেন, স্মার্ট কার্ডের ডিপোজিট খাতে যাত্রীদের কোটি কোটি টাকা গচ্ছিত রাখে রেল। গত দু’বছরে সেই কার্ডে বিজ্ঞাপনী সংস্থার প্রচার করতে গিয়ে তার গুণমান পুরোপুরি খারাপ হয়ে গিয়েছে। তার খেসারত চোকাচ্ছেন সাধারণ যাত্রীরা। উল্টে প্রতিটি কার্ড পিছু ৮০ টাকা ‘লুটে’ নেওয়া হচ্ছে বলে যাত্রীদের অভিযোগ।