কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায় ... বিশদ
ক্রীড়া ক্ষেত্রে ডায়মন্ডহারবার ক্লাব যেভাবে এগিয়ে চলেছে, তার বাস্তব চিত্রটি তুলে ধরেছেন স্থানীয় সাংসদ। এরপরই তিনি ডায়মন্ডহারবার এলাকায় উন্নয়নের অগ্রগতি নিয়ে তথ্য ও পরিসংখ্যান দেন। রাস্তা, পানীয় জল, নিকাশি, আলোসহ বহু নাগরিক পরিষেবা ডায়মন্ডহারবার এলাকার মানুষ কীভাবে পাচ্ছেন, সেটাই অভিষেকের বক্তব্যে প্রাধান্য পায়। ওইসঙ্গে অভিষেক জানান, ৭৫ হজার জনকে বার্ধক্য ভাতা দেওয়া হয়েছে। করোনার সময় ৫০ হাজার টেস্ট করা হয়েছিল একদিনে। লকডাউনের সময় ৩ লক্ষ পরিবারকে খাবার দেওয়া হয়। পুজোতেও উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে বাড়িতে বাড়িতে। তাঁর সংযোজন, ডায়মন্ডহারবার মডেল এখন প্রমাণিত, এবং এগিয়েও চলেছে।