কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে। ... বিশদ
মঠ কর্তৃপক্ষের অভিযোগ, মঠের পাশে জায়গা কিনেছেন কয়েকজন প্রোমোটার। কিন্তু তাঁদের ওই জায়গায় যাতায়াতের রাস্তা নেই। দিন কয়েক ধরে মঠের জায়গার উপর দিয়ে যাওয়া রাস্তা দিয়ে জেসিপি নিয়ে জলাজমি ভরাটের কাজ চলছিল। প্রতিবাদ করায় মহারাজকে গালিগালাজ, হুমকি দেওয়া হয়। এর আগে ১৭ মে, ২০১৭-তে মঠের পাশে বহুতল নির্মাণের জন্য প্রোমোটাররা মাটি খুড়লে ভেঙে পড়েছিল মঠের পাঁচিল। এই বিষয়ে বর্তমানে আদালতে মামলা চলছে। মঠের মহারাজ বলেন, দিনের পর দিন আমার ওপর মানসিক নির্যাতন চলছে। বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। উপায় না দেখে অভিযোগ জানাতে বাধ্য হলাম। যদিও অভিযুক্তরা বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন। এদিকে, মঠের জায়গা নিয়ে এই সমস্যা সমাধানের জন্য মঠের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে বিশ্ব হিন্দু পরিষদ সহ একাধিক হিন্দু সংগঠন। প্রশাসন বিষয়টির দিকে নজর না দিলে, বিরোধী রাজনৈতিক দলগুলি একে ইস্যু করতে পারে বলে অনুমান ওয়াকিবহাল মহলের। ওঙ্কারনাথ আশ্রম। -নিজস্ব চিত্র