প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
বেলুন ব্যবহার করে ঘনত্ব, ভারশূন্যতা, জাড্য, বায়ুর চাপের মতো বিজ্ঞানের নানা জটিল সূত্র, তত্ত্ব খুদেদের সামনে তুলে ধরার হচ্ছে। সংস্থার অডিটোরিয়ামে প্রতিদিন চলছে বেলুন দিয়ে বিজ্ঞানের এক বিশেষ সাইন্স শো ‘বেলুন্স’। যেখানে প্রতিদিন শহর ও শহরতলির বিভিন্ন স্কুলের প্রায় শ’পাঁচেক ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে। বিজ্ঞানের টুকিটাকিকে বইয়ের দুই মলাটের মধ্যে আটকে না রেখে, হাতে কলমে তা তুলে ধরতেই এই উদ্যোগ বলে জানাচ্ছেন এই শোয়ের উপস্থাপক তথা বিআইটিএম-এর টেকনিক্যাল অফিসার (এডুকেশন) তরুণ দাস। তিনি বলেন, ওরা বইয়ে সবসময় বায়ুর চাপ, গতি ও স্থিতি জাড্য, ভারশূন্যতার মতো বিষয় নিয়ে পড়াশুনো করছে। আমরা মজার ছলে সেগুলি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এতে ওরা অনেক কিছু শিখতে পারবে। পাশাপাশি, বিজ্ঞানের নানা কারিকুরি বোঝানোর জন্য বেলুনকে বেছে নেওয়ার কারণও উল্লেখ করেছেন তরুণবাবু। তাঁর কথায়, বাচ্চা-বড় সবাই বেলুন পছন্দ করে। তাই, পরীক্ষা-নিরীক্ষায় জন্য বেলুন ব্যবহার করা হয়েছে। আসলে একটি বেলুন দিয়ে কত সহজে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা যায়, তার অন্যতম উদাহরণ এই শো। ওরা বাড়িতে বা স্কুলে গিয়ে বেলুন দিয়ে সহজেই এই পরীক্ষাগুলো করতে পারবে।
এই উদ্যোগ নিয়ে যথেষ্ট আশাবাদী বিআইটিএমের ডিরেক্টর ভিএস রামচন্দ্রন। তাঁর মতে, প্রতিদিন কয়েকশো ছাত্রছাত্রী বিভিন্ন শো’তে অংশ নিচ্ছে। তাদের মধ্যে একজনও যদি এখান থেকে শিখে, নিজে থেকে কিছু করার চেষ্টা করে, তাহলে সেটাই হবে এই শো’য়ের সার্থকতা। রামচন্দ্রন বলেন, আমাদের একটাই লক্ষ্য, খেলো, মজা করো এবং শেখো।