প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
বোস সাউন্ডলিঙ্ক রিভলভ
তালিকায় একদম প্রথমেই রয়েছে বোস-এর সাউন্ডলিঙ্ক রিভলভ। আক্ষরিকভাবেই ৩৬০ ডিগ্রি সারাউন্ড সাউন্ডের মজা উপভোগ করতে হলে এটাই সেরা বাছাই হবে। বিশেষ করে পার্টি বা গেট টু গেদারে দারুণ উপযোগী এই পোর্টেবল স্পিকার। একে নিয়ে চলা-ফেরা করলেও অডিওতে কোনও বিচ্যুতি ঘটে না। একনজরে দেখে নেওয়া যাক বোস সাউন্ডলিঙ্ক রিভলভের ফিচারগুলি — ওজন: ১.৫ পাউন্ড, ব্যাটারি আয়ু: ১২ ঘণ্টা পর্যন্ত, ব্লুটুথ সীমা: ৩০ ফুট, ফ্রিকোয়েন্সি প্রতিক্রিয়া নেই, চার্জিং: ইউএসবি।
জেবিএল চার্জ ৩
মূলত, বড়-বড় সাউন্ডবক্স তৈরি করেই খ্যাতির চূড়ায় পৌঁছেছে জেবিএল। কিন্তু, এখন তারা ছোট এবং বহণযোগ্য স্পিকারের বাজারও ধরতে চাইছে। জেবিএল-এর এই লক্ষ্য পূরণ করতে চার্জ ৩ অনেকটাই সাহায্য করবে বলে মনে করছেন টেক-বিশেষজ্ঞরা। নামের মধ্যেই স্পিকারটির কাজ লুকিয়ে আছে। অডিও শোনার পাশাপাশি নানা ডিভাইসে চার্জও দেওয়া যায় এই স্পিকারের মাধ্যমে। ওয়াটার প্রুফ এই স্পিকারটি কোনও জড়তা ছাড়াই খুবই স্পষ্ট অডিও অভিজ্ঞতা দেয় শ্রোতাকে। একনজরে জেবিএল চার্জ ৩-এর ফিচারগুলি— ওজন: ৭৯৮ গ্রাম, ব্যাটারি আয়ু: ২০ ঘণ্টা, ব্লুটুথ সীমা: ৩০ ফুটের বেশি, ফ্রিকোয়েন্সি: ৬৫ হার্জ-২০ কিলোহার্জ, চার্জিং: ইউএসবি।
এমআই সাউন্ডবার
আধুনিক স্মার্ট টিভির সঙ্গে তাল মেলাতে নয়া স্পিকার আনল এমআই। সেটাও আবার মধ্যবিত্তের নাগালের মধ্যে। এমআই সাউন্ডবারকে মূলত টিভির জন্যই তৈরি করেছে চীনা সংস্থাটি। টেবিলে রাখার পাশাপাশি দেওয়ালেও আটকানো যায় এমআই সাউন্ডবারকে। এর বৈশিষ্ট্যগুলি হল — ওজন: ১.৯২ কেজি; ফ্রিকোয়েন্সি প্রতিক্রিয়া: ৫০ হার্জ থেকে ২৫০ কিলোহার্জ; ব্লুটুথ ভার্সন: ৪.২; সাউন্ড ড্রাইভারের সংখ্যা: ৮টি; চার্জিং পোর্ট: এসি অ্যাডাপ্টার।
ফিউগু স্টাইল-এস
ব্লুটুথ স্পিকারের বাজারে অল্প কয়েকদিনের মধ্যে নজর কেড়েছে ফিউগো স্টাইল-এস। এস-এর পাশাপাশি তার তুলনায় আকারে বড় ‘এক্সএল’ ভ্যারিয়েন্টও রয়েছে এই স্পিকারের। মেশ ফ্যাব্রিকে ঢাকা এই স্পিকারের স্পোর্টি লুক যে কারও মনে ধরতে বাধ্য। এর বড় সুবিধা হল ব্যাটারি ব্যাকআপ এবং জল ও ধুলোনিরোধক ক্ষমতা। মাঝারি ভলিউমে টানা ২০ ঘণ্টা চলে স্পিকারটি। একনজরে ফিউগো স্টাইল-এস’র ফিচারসমূহ — ওজন: ১.৭ পাউন্ড, ব্যাটারি আয়ু: ১৫ ঘণ্টা, ব্লুটুথ সীমা: ৪০ ফুট, ফ্রিকোয়েন্সি সীমা: ৯০ হার্জ-২০ কিলোহার্জ, চার্জিং: ইউএসবি।
বউয়ার্স অ্যান্ড উইলকিন্স জেপলিন
বউয়ার্স অ্যান্ড উইলকিন্স জেপলিনের এই তারবিহীন স্পিকারটি দেখতে বেশ আকর্ষণীয়। তবে, ওজন বেশি হওয়ার কারণে বহনে তেমন উপযোগী নয়। স্বচ্ছ অডিও, ডাইনামিক এবং নিয়ন্ত্রিত বেস অন্যদের থেকে আলাদা করে তুলেছে এই ব্রিটিশ অডিও উপকরণটিকে। এর বৈশিষ্ট্যগুলি হল— ওজন: ১৪ পাউন্ড, ফ্রিকোয়েন্সি সীমা: ৪৪ হার্জ-২৮ কিলোহার্জ, ব্লুটুথ ভার্সন ৪.১, ড্রাইভার: দুটি ২৫ ওয়াট, দু’টি মাঝারি পাল্লার ড্রাইভার এবং একটি ৫০ ওয়াটের সাব-উফার রয়েছে।
অ্যানকার সাউন্ডকোর ফ্লেয়ার
কম দামের তারবিহীন স্পিকার হিসেবে অতুলনীয় অ্যানকার। জলরোধী এই স্পিকারের ওজন মাত্র ১৮ আউন্স। ৩৬০ ডিগ্রির স্পিকার ডুয়াল ড্রাইভারের সঙ্গে মিলে নিখুঁত এবং স্পষ্ট শব্দ দেয়। সহজে বহনযোগ্য এই স্পিকারের সৌন্দর্য্য বাড়াতে রয়েছে রঙিন এলইডি আলো। একনজরে ফিচারগুলি হল — ওজন: ১৮ আউন্স; ব্যাটারি আয়ু: ১২ ঘণ্টা; ফ্রিকোয়েন্সি প্রতিক্রিয়া: নেই, ওয়ারলেস সীমা: ২০ ফুট; ব্লুটুথ ভার্সন: ৪.২।
ইউই ওয়ান্ডারবুম
আল্টিমেট ইয়ার্স বা ইউই-এর গোলাকার এই স্পিকারের নাম দেয়া হয়েছে ওয়ান্ডারবুম। প্রায় ৫০ ফুট পর্যন্ত জলের নীচেও অক্ষত থাকা এই স্পিকারটিকে ডিজাইন করেছে লজিটেক। পুল পার্টির ক্ষেত্রে আদর্শ এই ব্লুটুথ স্পিকারটির বৈশিষ্ট্যগুলি হল — ওজন: ৪৫২ গ্রাম; ব্যাটারি আয়ু: ২০ ঘণ্টা; ফ্রিকোয়েন্সি প্রতিক্রিয়া: ৮০ হার্জ থেকে ২০ কিলোহার্জ; সীমা: ১০০ ফুট; ব্লুটুথ ভার্সন: ৪.২।
মার্শাল কিলবার্ন-২
ব্লুটুথ স্পিকারগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মার্শাল কিলবার্ন সিরিজের এই পোর্টেবল স্পিকারটি রেট্রো অ্যাম্পিলি ফিকেশনের জন্য বিশেষভাবে তৈরি। এটি গিটার সাউন্ডের জন্যও বেশ কার্যকরী। ওজনে ভারী হলেও যানবাহনে হাই ভলিউমে অডিও শোনার জন্য মার্শাল কিলবার্ন খুবই উপযোগী। স্পিকারটির ফিচারগুলি হল —ওজন: ২.৫ কিলোগ্রাম; ব্যাটারি আয়ু: ২০ ঘণ্টা; ফ্রিকোয়েন্সি: ৫২ হার্জ থেকে ২০ কিলোহার্জ; চার্জিং পোর্ট: ইউএসবি।