প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
অ্যাস্টন ভিলা- ১ : বোর্নমাউথ- ১
লন্ডন: প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার সিটির দুরন্ত ফর্ম অব্যাহত। শনিবার ঘরের মাঠে সাউদাম্পটনকে ১-০ গোলে দুরমুশ করল পেপ গুয়ার্দিওলার ছেলেরা। ম্যাচের শুরুতেই সিটিজেনদের এগিয়ে দেন আর্লিং হালান্ড। এরপর বাকি সমসটা সেই লিড ধরে রেখে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা। এই জয়ের সুবাদে ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলে শীর্ষে উঠে এল ম্যান সিটি। দিনের অপর ম্যাচে বোর্নমাউথের বিরুদ্ধে লিড নিয়েও জিততে ব্যর্থ অ্যাস্টন ভিলা। তবে ম্যাচে এক পয়েন্ট পাওয়ায় আপাতত তৃতীয় স্থানে উঠে এল তারা (৯ ম্যাচে ১৮ পয়েন্ট)।
এদিকে, সুপার সানডেতে প্রিমিয়ার লিগে আরও এক হাই-ভোল্টেজ লড়াই। ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে লিভারপুলের মুখোমুখি হবে আর্সেনাল। ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে আপাতত লিগ টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে আর্নে স্লটের ছেলেরা। তবে অ্যাওয়ে ম্যাচে জয়ের ছন্দ বজায় রেখে ফের শীর্ষস্থানে উঠে আসাই লক্ষ্য দ্য রেডস ব্রিগেডের। পক্ষান্তরে, সমসংখ্যক ম্যাচে চতুর্থ স্থানে থাকা আর্সেনালের সংগ্রহ ১৭ পয়েন্ট। ঘরের মাঠে লিভারপুলকে হারিয়ে ম্যান সিটিকে চাপে রাখাই লক্ষ্য মিকেল আর্তেতা ব্রিগেডের।
গতবার প্রথম লেগে ঘরের মাঠে লিভারপুলকে ৩-১ গোলে উড়িয়ে দেয় আর্সেনাল। রবিবারও তারই পুনরাবৃত্তি ঘটানো লক্ষ্য গানারদের। তবে লিগের গত ম্যাচেই বোর্নমাউথের কাছে হারের মুখ দেখেন কাই হাভার্টসরা। ম্যাচে লাল কার্ড দেখায় রবিবার উইলিয়াম সালিবাকে পাবেন না কোচ আর্তেতা। তবে লিভারপুলের বিরুদ্ধে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি। এদিকে, সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ আটটি ম্যাচ জিতে রবিবার মাঠে নামছেন মো সালাহরা। লিগের শেষ ম্যাচে চেলসিকে বশ মানান তাঁরা। কোচ আর্নে স্লটের আক্রমণাত্মক স্ট্র্যাটেজির সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছেন ফুটবলাররা। তাই রবিবার ঘরের মাঠে আর্সেনালের জন্য লড়াইটা মোটেই সহজ হবে না। দিনের অপর ম্যাচে ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে লড়াইয়ে নামবে ম্যান ইউ।