প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
প্রাক্তন জাতীয় অধিনায়ক অনিল কুম্বলে অবশ্য তুলে ধরেছেন ভারতের দুর্বলতার দিকগুলি। সম্প্রচারকারী চ্যানেলে তাঁর মন্তব্য, ‘হতাশাজনক ব্যাটিং। ভারতীয় বোলারদেরও আগাগোড়া চাপে থাকতে দেখা গিয়েছে। অবশ্য তা সত্ত্বেও ওরা বিপক্ষের ২০টা উইকেট নিয়েছে। কিন্তু ব্যাটাররা প্রত্যাশার ধারেকাছেও পৌঁছতে পারেনি। দ্রুত ওদের ছন্দে ফেরা আবশ্যক।’ কিউয়িদের কাছে ঘরের মাঠে পর পর দুই ম্যাচে হেরে রোহিতদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথ কঠিন হল বলে মনে করছেন কিংবদন্তি লেগস্পিনার। তাঁর মতে, ‘পরের ছয়টা টেস্টের মধ্যে একটাতে সিরিজ জয়ী নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। তারপর অস্ট্রেলিয়ায় রয়েছে পাঁচটা টেস্ট। এই ছয়টার মধ্যে চারটি টেস্ট জেতা সহজ কথা নয়।’
প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান সোশ্যাল মিডিয়ায় একই সুরে পোস্ট করেছেন, ‘অনেক গলদ ধরা পড়ছে ভারতের। সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব নিতে হবে। আসল সময়ে দলকে টানতে হবে। পরের তিন মাস খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সিনিয়রদের জন্য।’ প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেছেন, ‘রোহিত শর্মাকে যতই রিল্যাক্সড দেখাক এই পরাজয় সহজে হজম করতে পারবে না। নিশ্চিতভাবেই ও ক্ষত-বিক্ষত।’