প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
একটু থেমে তাঁর সংযোজন, ‘নিজেদের পাতা ফাঁদেই পড়ল টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে হারের পরেই টিমটা প্যানিক মোডে চলে যায়। তাই পুনেতে টার্নিং ট্র্যাক বানাল। আর তার সুবিধা নিয়ে বাজিমাত করল নিউজিল্যান্ডের স্যান্টনার, আজাজ প্যাটেলরা। স্যান্টনার বিশেষত সাদা বলের ক্রিকেটার। তবে ওকে অতিরিক্ত সমীহ করে ফেলেছে ভারতীয় ব্যাটাররা।’ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ হারের প্রধান কারণ যে ব্যাটিং ব্যর্থতা, তা আলাদা করে বলার প্রয়োজন নেই। ভারতীয় ব্যাটাররা না পেস খেলতে পারছে না স্পিন! দলের প্রধান ব্যাটার বিরাট কোহলি ডাহা ফেল। রোহিত শর্মার ফর্মও পাতে দেওয়ার নয়। সিনিয়ররা দায়িত্বজ্ঞানহীনতায় ভুগলে যশস্বী, সরফরাজরা আর কত টানবে? সম্বরণের মন্তব্য, ‘আসলে ক্যাপ্টেন রোহিত শর্মা আত্মতুষ্টিতে ভুগছে। ও ভেবেছিল, ঘরের মাঠে এই নিউজিল্যান্ডকে হেলায় হারাবে। কিন্তু কিউয়িরা যথেষ্ট পরিকল্পনা করে ভারত সফরে এসেছে। পুনে টেস্টে ওদের বোলিংয়েই তা স্পষ্ট। ভারতীয় ব্যাটারদের ফ্রন্টফুটে টেনে এনেছে, নিখুঁত নিশানার বল করে তুর্কি নাচন নাচিয়েছে। তাছাড়া শট নির্বাচনেও বারবার ভুল হয়েছে গিল-পন্থদের। প্রথম ইনিংসে তো স্কুল ক্রিকেটারের মতো আউট হয়েছে বিরাট। দ্বিতীয় ইনিংসেও দায়িত্ব নিতে ব্যর্থ। উল্টে, ওর সঙ্গে বোঝাপড়ার অভাবে রান আউট হল ঋষভ পন্থ। সিনিয়রদের দায়িত্ব নিয়ে টিম ম্যানেজমেন্টের আরও কড়া হওয়া প্রয়োজন।’