প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
শনিবার এগারো বনাম বারো নম্বর দলের খেলা। পাঁচ ম্যাচে একটি জিতেছে মহমেডান। হায়দরাবাদ এখনও জয়ের খোঁজে। সেই নিরিখে অপেক্ষাকৃত দুর্বল টিমকে হারানো উচিত সাদা-কালো ব্রিগেডের। তবে শেষ মুহূর্তে গোল হজমের রোগ সারাতে হবে। পাশাপাশি বিপক্ষ রক্ষণ দ্রুত ভাঙা প্রয়োজন। এই প্রসঙ্গে কোচ চেরনিশভের মম্তব্য, ‘ফুটবলারদের সঙ্গে আলাদা করে কথা বলেছি। এই সমস্যা দ্রুত মেটানোর ব্যাপারে আশাবাদী।’ চোটের কারণে নেই ঘানার ডিফেন্ডার জোসেফ আদজেই। তাঁর জায়গায় খেলবেন ফরাসি ফুটবলার ফ্লোরেন্ট ওগিয়ার। পক্ষান্তরে, কিশোর ভারতীর ছোট স্টেডিয়ামে বিপজ্জনক হয়ে উঠতে পারে হায়দরাবাদও। গতির বিস্ফোরণে মহমেডানের ডিফেন্ডারদের সমস্যায় ফেলতে পারেন রামলুচুঙ্গা ও আব্দুল রবিরা। থংবই সিংটো পোড়খাওয়া কোচ। সীমিত সামর্থ্যেও লড়তে জানেন। মহমেডানের কাসিমভ আর আলেক্সিসের জন্য জোনাল মার্কিং থাকছে। প্রতি-আক্রমণে লক্ষ্যভেদ করতে পারলে রক্ষণে তালা বন্ধ করে দেবেন সিংটো।
কিশোর ভারতীতে ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০। সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।