প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইন্তার মায়ামির সঙ্গে চুক্তি রয়েছে এলএমটেনের। প্রতি বছর তিনি বেতন বাবদ পান ৪১.৭ মিলিয়ান মার্কিন ডলার। অর্থাৎ, ভারতীয় মুদ্রায় ৩৪৭ কোটি টাকা। এর মধ্যে বেতন হল ৮৭ কোটি টাকা (ভারতীয় মুদ্রায়)। বাকি অর্থ তিনি পান বানিজ্যিক বোনাস, এজেন্টের বেতন, ক্লাবের লভ্যাংশ ইত্যাদি থেকে। তবে এটা অস্বীকারের জায়গা নেই, মেসি ইন্তার মায়ামিতে সই করার পর ক্লাবের সাফল্যের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। লিগ কাপ জয়ের পাশাপাশি এই মুহূর্তে মেজর লিগের গ্রুপ টেবিলে শীর্ষে রয়েছে ডেভিড বেকহ্যামের ক্লাব। সম্প্রতি চোট সারিয়ে ফিরে হ্যাটট্রিকের জাদু দেখিয়েছেন ৩৬ বছরের মহাতারকা। ২০২৬ সালে ক্লাব বিশ্বকাপে খেলার ছাড়পত্র আদায় করেছে মায়ামির ক্লাবটি। তবে এখন প্রশ্ন, লিও মেসি কি ইন্তার মায়ামির জার্সিতে ক্লাব বিশ্বকাপ খেলবেন? এমনিতে তার সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি রয়েছে ক্লাবের। তবে আরও এক বছর মেয়াদ বাড়ানো ক্লজ রয়েছে।