প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
বৃহস্পতিবার দুই দলই চেয়েছিল গা ঘামিয়ে নিতে। সেই সেই পরিকল্পনা ভেস্তে গেল প্রবল বৃষ্টিতে। সকাল থেকেই আকাশের মুখ ছিল ভারি। দুপুর গড়াতে না গড়াতেই নামে অঝোর বৃষ্টি। ফলে প্র্যাকটিস বাতিল করতে বাধ্য হয় মুম্বই ও কলকাতা। আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে শুক্রবারও হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাই প্রশ্ন থেকে যাচ্ছে মাঠে নামার আগে দুই দলের ক্রিকেটাররা কি আদৌ অনুশীলনের সুযোগ পাবেন?
জয়ের হ্যাটট্রিকে নাইটদের মনোবল অবশ্য তুঙ্গে। শাহরুখ খানের দল ১১টি খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। শনিবার মুম্বইকে হারালেই প্লে-অফ নিশ্চিত। ২০১৪ সালের পর তৃতীয় খেতাবের স্বপ্ন দেখছেন নাইট সমর্থকরা। চলতি আইপিএসে কেকেআরের সাফল্যের পিছনে রয়েছে টিম গেম। ব্যাট হাতে পাওয়ার প্লে’তে ফিল সল্ট ও সুনীল নারিনের দুর্ধর্ষ ব্যাটিং বড় ফারাক গড়ে দিচ্ছে। কিন্তু প্লে-অফে সল্টকে পাওয়ার সম্ভাবনা কম। তিনি দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ইংল্যান্ডে ফিরে যেতে পারেন। কিন্তু কেকেআর কর্তৃপক্ষ সল্টকে ছাড়তে নারাজ। শোনা যাচ্ছে, গৌতম গম্ভীররা নাকি তাঁকে পুরো আইপিএলে খেলানোর ব্যাপারে বোর্ডের কাছে আবেদন করতে পারেন। তবে সেটা নির্ভর করছে ইসিবি’র সিদ্ধান্তের উপর। এদিকে, চোটমুক্ত নীতীশ রানা। তবে কার জায়গায় কেকেআরের সহ-অধিনায়ক খেলবেন, সেটাই বড় প্রশ্ন। প্লে-অফ সল্ট না খেললে নীতীশের ফেরার পথ অনেকটাই সহজ হয়ে যাবে।