প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
ডোমকল মহকুমায় রেলপথ নেই। কলকাতার জন্য বাস পরিবহণই একমাত্র ভরসা। আর না হলে রাতবিরেতে বহরমপুর ব্যক্তিগত গাড়িতে গিয়ে কলকাতাগামী ট্রেন ধরতে হয় বাসিন্দাদের। একটা সময়ে ডোমকল মহাকুমার ডোমকল, শেখপাড়া, সাগরপাড়া থেকে বিভিন্ন রুটে সরকারি বাস যেত কলকাতায়। তবে এখন সবকটি রুটেই সরকারি বাস চলাচল বন্ধ। ডোমকল শহর থেকে কলকাতাগামী সর্বশেষ সরকারি বাসটিও প্রায় ছ’বছর ধরে বন্ধ রয়েছে। এখন সেই বাস পরিষেবা না থাকায় অসুবিধায় পড়েন সীমান্তের লক্ষ লক্ষ মানুষ। অবশ্য সরকারি বাস ছাড়াও ডোমকল থেকে পঞ্চাশটির বেশি বেসরকারি বাস প্রতিদিন কলকাতায় যাতায়াত করে। কিন্তু, সরকারি বাসে যাতায়াত অনেক বেশি আরামদায়ক। তাছাড়া খরচও কম হয়। ডোমকলের বাসিন্দা গাজলুর আলি বলেন, দীর্ঘদিন ধরে স্ত্রী অসুস্থ। প্রতি পনেরো দিন পরপর স্ত্রীকে কলকাতায় চিকিৎসা করাতে নিয়ে যাই। স্ত্রী অসুস্থ হওয়ায় ডোমকল থেকে বহরমপুর গিয়ে আবার সেখান থেকে ট্রেনে যাওয়া কষ্টকর। সরকারি বাস যখন থাকত তখন স্বল্প খরচেই শান্তিতে যাতায়াত করতে পারতাম। কিন্তু, এখন বেশি ভাড়া দিয়ে বেসরকারি বাসে কলকাতা যেতে হয়। আবার টয়লেটের ব্যবস্থা না থাকায় সমস্যাও হয়।