কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে। ... বিশদ
সীমান্ত ঘেঁষা এলাকায় ইকো ট্যুরিজম পার্ক গড়তে প্রশাসন উদ্যোগী হওয়ায় খুশি হবিবপুরের মানুষ। প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তিলাসনের বাসিন্দা তথা গবেষক শিবেন্দুশেখর মিশ্র। তিনি বলেন, হবিবপুর ব্লকে বহু ঐতিহাসিক নিদর্শন রয়েছে। সেগুলি বাইরের মানুষ জানতে পারলে এখানকার মানুষও লাভবান হবেন।
সীমান্ত লাগোয়া এই ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের জগজ্জীবনপুরে বৌদ্ধবিহার রয়েছে। পাল রাজাদের বহু নিদর্শন এখানে পাওয়া গিয়েছে।
ব্লক প্রশাসন সূত্রে খবর, বৌদ্ধবিহারে একটি সংগ্রহশালা তৈরির নির্মাণ কাজও প্রায় শেষ। শীঘ্রই সেটির উদ্বোধন হবে। বিডিও বলেন, জগজ্জীবনপুরে নবনির্মিত সংগ্রহশালা সংলগ্ন এলাকায় একটি হোমস্টে ও একটি কফিশপ বানানোর পরিকল্পনা রয়েছে। হিজল বনকে কেন্দ্র করেও নানা পরিকল্পনা রয়েছে প্রশাসনের।
হবিবপুরে কোথায় হবে ইকো ট্যুরিজম পার্ক? তা এখনও ঠিক হয়নি। ব্লক প্রশাসন সূত্রে খবর, ইকো ট্যুরিজম পার্ক তৈরি করতে কম করে ১৫ বিঘা জমির প্রয়োজন। উন্নত যোগাযোগ ব্যবস্থা সহ অন্য বিষয়গুলিকে মাথায় রেখে জায়গা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে।