কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে। ... বিশদ
১৭ নভেম্বর নদীতে মাছ ধরতে যান সন্তলাল। এরপর থেকে তাঁর কোনও খোঁজ মিলছিল না। পরিবারের তরফে কুমারগ্রাম থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর বৃহস্পতিবার সিভিল ডিফেন্সের কর্মীরা রায়ডাক-২ নম্বর নদীতে সন্তলাল চৌধুরীর খোঁজ তল্লাশি চালান। বৃহস্পতিবার তাঁর কোনও খোঁজ মেলেনি। শুক্রবারও নদীতে তল্লাশি শুরু করেন সিভিল ডিফেন্সের কর্মীরা। এদিন স্থানীয় কয়েকজন নদীতে তাঁর দেহ ভাসতে দেখেন। কুমারগ্রাম থানার বারোবিশা ফাঁড়ির পুলিস ঘটনাস্থল থেকে দেহ উদ্ধার করে। পুলিস জানিয়েছে, শনিবার দেহ ময়নাতদন্তে পাঠানো হবে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।