কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে। ... বিশদ
তবে রাস্তা মেরামতে উদ্যোগ নিচ্ছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ইতিমধ্যে ৫১২ নং জাতীয় সড়কে ১৭ টি ব্ল্যাকস্পট চিহ্নিত হয়েছে। সেই সব এলাকায় দ্রুত সংস্কারের কাজ হবে। তবে কতদিনে জাতীয় সড়ক মেরামত হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন নিত্যযাত্রীরা। জাতীয় সড়ক কর্তৃপক্ষের মালদহ ডিভিশনের আধিকারিক দিগন্ত কুণ্ডু বলেন, দক্ষিণ দিনাজপুরে ১৭ টি ব্ল্যাকস্পট রয়েছে জাতীয় সড়কে। তার মধ্যে মহারাজপুর, গচিহারের মতো জায়গা রয়েছে। এক সপ্তাহের মধ্যে ওয়ার্ক অর্ডার করে ঠিকাদার সংস্থাকে কাজ করতে বলব। বাকি ৫১২ নং জাতীয় সড়কে সমস্যা নেই। বুনিয়াদপুর ব্রিজের উপরে জাতীয় সড়কে কাজ হবে। ডিপিআর করে ওপরমহলে পাঠানো হয়েছে।
বংশীহারি থেকে রোগী নিয়ে অ্যাম্বুলেন্স চালক মনীশ হালদার প্রায়ই কালদিঘি যান। তিনি বলেন, মহারাজপুরে বেহাল জাতীয় সড়ক দিয়ে যাতায়াতে রোগীর বেশি সমস্যা হয়। দ্রুত জাতীয় সড়ক মেরামতের দাবি তুলেছেন তিনি। গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন রায়ও বলেছেন, মহারাজপুর ও গঙ্গারামপুর এলাকায় জাতীয় সড়কের অবস্থা খুবই খারাপ। দ্রুত সংস্কারের প্রয়োজন। জাতীয় সড়ক কর্তৃপক্ষকে এবিষয়ে লিখিতভাবে জানাব। জেলাশাসকেরও দৃষ্টি আকর্ষণ করব। - নিজস্ব চিত্র