কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে। ... বিশদ
আয়ুষ্মান নন্দী বলেন, রাজ্য দলের অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে খুব ভালো লাগছে। এতে চাপ বাড়লেও নিজের সেরাটা আমি দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। জাতীয় স্তরে যাতে চ্যাম্পিয়ন হই সেই লক্ষ্য নিয়েই মধ্যপ্রদেশে যাচ্ছি।
আয়ুষ্মানের মা পিয়ালী নন্দী বলেন, শুক্রবার ছেলে হাওড়া স্টেশন থেকে ট্রেনে চেপে মধ্যপ্রদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ১১ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সেখানে প্রতিযোগিতা রয়েছে।
আয়ুষ্মান জলপাইগুড়ি জেলা স্কুলের নবম শ্রেণীর ছাত্র। এই বছর মেদিনীপুর স্পোর্টস অ্যাকেডেমিতে অনুষ্ঠিত রাজ্য পর্যায়ের আন্তঃবিদ্যালয় অনূর্ধ্ব-১৭ ব্যাডমিন্টন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় উত্তর দিনাজপুরের অর্চিষ্মান নন্দীকে ২১-১৩, ২১-১৮ পয়েন্টে পরাজিত করে। গত বছরও রাজ্য সেরা হয়ে জাতীয় পর্যায়ে খেলায় সে অংশগ্রহণ করেছিল। তবে জাতীয় স্তরে কোয়ার্টার ফাইনাল থেকে তাকে সেবার বিদায় নিতে হয়েছিল। পরপর দু’বার রাজ্য চ্যাম্পিয়ান হয়েছে আয়ুষ্মান। গত বছর পুরুলিয়াতে বিদ্যালয় বাডমিন্টনে রাজ্য চ্যাম্পিয়ান হয়েছিল।
আটবছর বয়স থেকেই সে বাডমিন্টন খেলা শুরু করে। জলপাইগুড়িতে সে সোমনাথ দাস ও অরূপ বৈদ্যের কাছ থেকে ব্যাডমিন্টনের প্রশিক্ষণ নেয়। আগে জলপাইগুড়ি টাউন ক্লাবের হয়ে অনুশীলন করত। বর্তমানে হায়দরাবাদে মালোয়েশিয়ার কোচের কাছে সে প্রশিক্ষণ নিচ্ছে।
ওর পরিবার সূত্রে জানা গিয়েছে, আউটডোর গেমস খেলতে গিয়ে সে সর্দি-জ্বরে বারবার আক্রান্ত হতো। তখন ওর পরিবারের সদস্যরা ইন্ডোর গেমসে ওকে অনুপ্রাণিত করে। জলপাইগুড়িতে বাডমিন্টন খেলা শুরু করে। প্রাক্তন জাতীয় খেলোয়ার অরূপ বৈদ্যের কাছে প্রশিক্ষণ নিয়ে দারুণ উন্নতি করে। তিনবছর থেকে সে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। এই বছর ডাবলসে রাজ্য চ্যাম্পিয়ন হয়। বালুরঘাটে অনূর্ধ্ব-১৫ বিভাগের ডাবলসে সে চ্যাম্পিয়ান হওয়ার পাশাপাশি অনূর্ধ্ব-১৭ মিক্সড ডাবলসে রানার্স হয়। অনূর্ধ্ব-১৫ বিভাগে ডাবলসে সে রাজ্যে সেরা হয়েছে। জাতীয় স্তরে অনূর্ধ্ব-১৫ বিভাগে তার র্যা ঙ্ক ১৫।