প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
জানা গিয়েছে, আক্রান্ত ইঞ্জিনিয়ারের নাম বিশাল কুমার। বিহারের এই বাসিন্দা একটি টেলিকম সংস্থার কর্মী। কর্মসূত্রে মাঝেমধ্যেই ত্রিপুরায় যাতায়াত করতে হয় তাঁকে। গত রবিবারও তিনি ট্রেনে চেপে আগরতলায় আসেন। বাধারঘাট স্টেশন থেকে একটি অটোরিকশ চড়ে উষাবাজার যাচ্ছিলেন। মাঝরাস্তায় অটো চালক চা খেতে বলে। সেই চা খেয়ে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন বলে জানিয়েছেন বিশাল। জ্ঞান ফিরলে দেখতে পান, একটি জঙ্গলের দিকে যাচ্ছে অটোটি। এতে আপত্তি জানালে চালক তাঁকে মারধর করেন বলে দাবি করেছেন ওই ইঞ্জিনিয়ার। এরপর জিরানীয় এলাকার একটি জঙ্গলে তাঁকে নিয়ে যাওয়া হয়। সেখানে ছিলেন অটো চালকের তিন সঙ্গী। সেখানে দুষ্কৃতীরা বিশালকে মারধর করে তাঁর কাছ থেকে নগদ ১৭ হাজার টাকা, মোবাইল, এমনকী পরনের পোশাক পর্যন্ত ছিনিয়ে নিয়ে পালায় দুষ্কৃতীরা। চিৎকার শুনে ছুটে এসে স্থানীয়রা বিশালকে উদ্ধার করে। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।