মুম্বই, ২৯ অক্টোবর: সলমন খান ও জিশান সিদ্দিকিকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে নয়ডা থেকে গ্রেপ্তার করা হল ২০ বছরের এক যুবককে। ধৃতের নাম মহঃ তাইয়াব ওরফে গুলফান খান। আপাতত ধৃত যুবক বান্দ্রা পুলিসের হেফাজতে রয়েছে। শীঘ্রই তাকে ট্রানজিট রিম্যান্ডে মুম্বইয়ে নিয়ে আসা হবে। পুলিস সূত্রে খবর, গত শুক্রবার অর্থাৎ ২৫ অক্টোবর বিকেলে ওই হুমকি ফোনটি আসে। ফোনের ওপারে থাকা যুবক জিশান সিদ্দিকি এবং অভিনেতা সলমন খানকে খুনের হুমকি দিয়ে টাকা দাবি করে বলে অভিযোগ। ঘটনার পরই জিশানের পক্ষ থেকে নির্মল নগর থানায় অভিযোগ দায়ের করা হয়। এরপরই তদন্তে নামে পুলিস। নয়ডার সেক্টর ৩৯ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্তের সঙ্গে কোনও গ্যাংয়েরই সম্পর্ক নেই। নিছক মজা পাওয়ার জন্যই অভিযুক্ত যুবক এই ফোনটি করেছিল। বর্তমানে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।
জিশানের বাবা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি মাত্র কয়েক সপ্তাহ আগেই খুন হন। খুনের দায় স্বীকার করে লরেন্স বিষ্ণৌই গ্যাং। অন্যদিকে, কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বিষ্ণৌইদের নিশানায় আগে থেকেই রয়েছে সলমন। ফলে স্বাভাবিকভাবেই এই হুমকি ফোন ও মোটা টাকা দাবির ঘটনায় নড়েচড়ে বসে পুলিস। তড়িঘড়ি তদন্ত শুরু হয়। গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তাইয়াবকে। গত ২৪ অক্টোবর এই হুমকি দেওয়ার ঘটনায় এক সব্জি বিক্রেতাকে গ্রেপ্তার করেছিল মুম্বই পুলিস। তারপর এই একই ঘটনায় গ্রেপ্তার করা হল মহম্মদ তাইয়াবকে। যদিও তাইয়াব প্র্যাঙ্ক কলার বলেই প্রাথমিক তদন্তে মনে করছে পুলিস।