প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
জানা গিয়েছে, টিওআই-৬৬৫১বি নামক গ্রহটির আয়তন পৃথিবীর চেয়ে প্রায় পাঁচগুণ বড় এবং এটির ভর পৃথিবীর তুলনায় প্রায় 60 গুণ বেশি। 'নেপচুনিয়ান ডিজার্ট' নামক একটি জায়গায় এই গ্রহটির অবস্থান ধরা পড়েছে। উল্লেখ্য বিষয় হল, এই নেপচুনিয়ান ডিজার্ট' কিন্তু নেপচুনের মরুভূমি নয়। এটি আসলে মহাকাশের এমন একটি স্থল যেখানে নেপচুনের মতো কিছু গ্রহ রয়েছে। এই এলাকায় এর আগে এতবেশি ভর সম্পন্ন গ্রহের খোঁজ মেলেনি, ফলে টিওআই-৬৬৫১-র আবিষ্কারে ভারতীয় বিজ্ঞানী মহল যে উচ্ছ্বসিত তা বলাই বাহুল্য।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, এটি সৌরমন্ডলের গ্রহ নয়। তবে এটিও একটি নক্ষত্রকে ঘিরেই পাক খাচ্ছে। মাত্র ৫ দিনে এটি নিজের কক্ষপথে একবার তারকাটিকে প্রদক্ষিণ করে। পাশাপাশি এই গ্রহটিকে মুড়ে রেখেছে হাইড্রোজেন এবং হিলিয়ামের আস্তরণ। তবে এই গ্রহ সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তন হয়েছে বলেও দাবি করেছেন গবেষকরা।