প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
ভারতীয় সেনার এক আধিকারিক জানান, সোমবার আখনুর সেক্টরে লাইন অফ কন্ট্রোলের কাছে ভারতীয় সেনার একটি গাড়ি লক্ষ্য করে জঙ্গিরা হামলা চালায়। যদিও সেই ঘটনায় কোনও জখম হওয়ার খবর মেলেনি। কিন্তু এই হামলার প্রত্ত্যুত্তর দিতে সোমবার থেকেই অপারেশন শুরু করে নিরাপত্তা বাহিনী। গতকালই অপারেশন চলাকালীন সময়ে বাহিনীর গুলিতে নিকেশ হয় এক জঙ্গি। পাশাপাশি, ভারতীয় সেনার একটি কুকুর ‘ফ্যান্টমও’ জঙ্গিদের গুলিতে নিহত হয়। এরপর আজ, মঙ্গলবার সকালে ফের একবার অপারেশন শুরু হলে এনকাউন্টারে অপর দুই জঙ্গিকে খতম করে বাহিনী। জঙ্গিদের ডেরা থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণে অস্ত্রও।
তবে এরপরও তল্লাশি অভিযান জারি রেখেছে সেনা। ওই এলাকায় এখনও কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা নিশ্চিত করতে চাইছে সেনা। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোনের মাধ্যমেও তল্লাশি অভিযান চালাচ্ছে সেনা বাহিনী।