প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
পুলিস সূত্রে খবর, আহতদের তড়িঘড়ি কাসারগড়, কান্নুর এবং ম্যাঙ্গালুরুর বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যারা আহত হয়েছেন, তাঁরা প্রত্যেকেই বাজির উৎসব দেখতে শামিল হয়েছিলেন। কিন্তু মুহূর্তের ভুলে ঘটে গেল দুর্ঘটনা। যদিও কী কারণে এই আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিস।
দুর্ঘটনার পরেই দ্রুত ঘটনাস্থলে হাজির হয় পুলিসের উচ্চপদস্থ আধিকারিকেরা। কাসারগড় প্রশাসনের এক আধিকারিক জানান, মন্দির সংলগ্ন যে জায়গায় বাজি রাখা হয়েছিল, তার জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। দুর্ঘটনার পর মন্দিরের আয়োজকদের হেফাজতে নেওয়া হয়েছে। মন্দির কমিটির মোট ৮ সদস্যের বিরুদ্ধে ইতিমধ্যেই দায়ের করা হয়েছে এফআইআর। ঘটনায় কারও গাফিলতি থাকলে ও দোষী প্রমাণ হলে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।