প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
মাত্র কয়েকমাস আগেই কেরলের ওয়েনাড় আসন থেকে জিতেছিলেন রাহুল গান্ধী। পাশাপাশি তিনি উত্তরপ্রদেশের রায়বেরিলি আসন থেকেও জয়ী হন। এরপর ওয়েনাড় ছাড়ার সিদ্ধান্ত নেন রাহুল। সেই আসনেই এবার উপ নির্বাচনে কংগ্রেস প্রার্থী করেছে প্রিয়াঙ্কাকে। জিতলে সংসদীয় রাজনীতিতে এবারই তাঁর অভিষেক হবে। ওয়েনাড়ের সঙ্গে পরিবারের সেই বন্ধনের কথা মনে করিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা। তাঁর কথায়, ‘ভাইয়ের প্রতি আপনারা ভালোবাসা উজাড় করে দিয়েছেন। আপনারাও তাঁর পরিবারেরই অংশ ছিলেন । এখানে আপনারা জড়ো হয়েছেন সেই ভালোবাসা থেকেই।’ এরপরেই ওয়েনাড়বাসীকে দেশের গণতন্ত্র, সংবিধান রক্ষার দায়িত্বের কথা মনে করিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা। একইসঙ্গে তিনি বলেন, ‘সমানাধিকারের দাবিতেই আমার এই লড়াই। আপনারা প্রত্যেকে এই লড়াইয়ের এক একজন গুরুত্বপূর্ণ সৈনিক।’ ভোটে জিতলে ওয়েনাড়বাসীর জন্য তিনি জান লড়িয়ে দেবেন বলে জানিয়েছেন প্রিয়াঙ্কা। ওয়েনাড়ের সমস্যা তিনি সংসদে তুলে ধরবেন, প্রতিশ্রুতি কংগ্রেস সাধারণ সম্পাদকের।