প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
এদিন তেলেঙ্গানার ১৭, অন্ধ্রের ২৫ লোকসভা আসনের ভোট একদফাতেই সম্পন্ন হয়। পাশাপাশি চতুর্থ দফায় উত্তরপ্রদেশের ১৩, বিহারের ৫, ঝাড়খণ্ডে ৪, মধ্যপ্রদেশে ৮, মহারাষ্ট্রে ১১, ওড়িশায় ৪, পশ্চিমবঙ্গে ৮ এবং জম্মু ও কাশ্মীরের একটি আসনে ভোটগ্রহণ করা হয়েছে। গতবারের ভোটে এই ৯৬ আসনের মধ্যে বিজেপি জিতেছিল ৪২ আসনে।
এরমধ্যে মধ্যপ্রদেশের ইন্দোরে কংগ্রেসের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তারপরও অবশ্য কংগ্রেস হাত গুটিয়ে বসে থাকেনি। তারা ভোটারদের কাছে নোটায় ভোটদানের জন্য প্রচার চালায়। এজন্য এই আসনে নজর ছিল রাজনৈতিক মহলের। বিজেপি সহ এই আসনে আরও কয়েকজন প্রার্থী রয়েছেন। কংগ্রেস প্রার্থী না থাকলেও সেখানে বুথে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় এদিন লোকসভার সঙ্গেই বিধানসভা আসন নির্বাচন হয়েছে। ওড়িশাতেও প্রথম পর্বে ৪টি লোকসভা ও ২৮ বিধানসভা আসনের নির্বাচনে ৬২.৯৬ শতাংশ ভোট পড়েছে। অন্ধ্রপ্রদেশে ২৫টি লোকসভা ও ১৭৫ আসনে ভোটগ্রহণ করা হয়। এদিন ভোটগ্রহণকে কেন্দ্র করে রাজ্যে বিক্ষিপ্ত অশান্তির ঘটনাও ঘটেছে। তা নিয়ে বিরোধী টিডিপি ও ক্ষমতাসীন ওয়াইএসআরসিপি নেতাদের বাগযুদ্ধ চরমে ওঠে। পুলিস জানিয়েছে, রেলওয়ে কোদুর আসনে একটি গ্রামে ইভিএম ক্ষতিগ্রস্ত হয়। টিডিপি ও শাসক দলের গাড়িও ভাঙচুর করা হয়েছে। মাইডুরুকু আসনের একটি গ্রামে হামলার শিকার হন টিডিপির এক এজেন্ট। ওয়াইএসআরসিপি অভিযোগ করেছে, চিত্তুরে তাদের এক এজেন্ট ছুরির আঘাতে জখম হয়েছেন। অন্যদিকে, দারসি আসনে টিডিপি কর্মীরা তাদের দলের এক কর্মীকে আক্রমণ করেছে বলেও শাসক দলের দাবি।
উত্তরপ্রদেশে শাহজাহানপুর জেলার কয়েকটি গ্রামে রাস্তা ও উন্নয়ন নিয়ে অভাব অভিযোগে ভোট বয়কটের ডাক দেওয়া হয়। ওড়িশায় বিভিন্ন জায়গা থেকে ইভিএম বিগড়ে যাওয়ার খবর মিলেছে। অধিকাংশ ক্ষেত্রে মক পোলের সময় ত্রুটি ধরা পড়ে। সঙ্গে সঙ্গে মেশিনগুলি বদলে দেওয়া হয়।