প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
শুক্রবার বিকালে বনগাঁ লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সমর্থনে সভা করতে এসেছিলেন বলিউডের এই অভিনেতা। আধঘণ্টার বেশি সময় তিনি মঞ্চে ছিলেন। গান থেকে নাচ, বিভিন্ন আবদার ছিল উপস্থিত দর্শকদের। কথার ফাঁকে দু’চার কলি গানও করেন তিনি। শেষে মিনিট দশেক রাজনৈতিক বক্তব্য রাখেন মিঠুন। তিনি বলেন, ‘সিএএ নিয়ে মিথ্যা প্রচার করা হচ্ছে। রোজই বলা হচ্ছে, তাড়িয়ে দেবে! কিন্তু মনে রাখবেন, নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন। কেউ তাড়ালে আমাকে ডাকবেন।’ ওইসঙ্গে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে ‘সৎ’ বলে উল্লেখ করে মিঠুন এবং বলেন, ‘শান্তনুদাকে নির্বাচিত করুন।’
অন্যদিকে, মাঠে উপস্থিত শ্যামল দেবনাথ নামে এক যুবকের দাবি, ‘আমি কোনও রাজনৈতিক দল করি না। মিঠুন চক্রবর্তীকে দেখতে মাঠে এসেছিলাম।’