প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
রাজ্যের আইনজীবী সুনীল ফার্নান্ডেজকে বেঞ্চ বলে, দুই ভাইবোনের মধ্যে সম্পত্তির ভাগ নিয়ে মামলা। সরকার এর মধ্যে কেন ঢুকেছে? অহেতুক কীরকম রাজনীতি করতে চাইছেন, বলব? চুপ করে যান রাজ্যের আইনজীবী। প্রতাপচন্দ্র দের আইনজীবী পীযূষকান্তি রায় এবং পৃথ্বীশ রায় বলেন, আমাদের মক্কেল বাণী রায়চৌধুরীর ভাইয়ের আইনজীবী ঠিকই । তবে সম্পত্তি বিবাদ সক্রান্ত মামলায় কোনওভাবেই তাঁর বিচারপতি স্ত্রীর নাম করে প্রভাব খাটাচ্ছেন না। অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। পুলিসি তদন্তে কোনও হস্তক্ষেপ করছেন না। ঘটনাচক্রে রাজ্যের আইনজীবীও আদালতে জানান, হ্যাঁ তদন্ত চলছে। চার্জশিটও পেশ হয়ে গিয়েছে। এটি শুনেই বিচারপতি দীপঙ্কর দত্ত পর্যবেক্ষেণে বলেন, তাহলে রাজ্য কেন অহেতুক রাজনীতি করতে চাইছে? ব্যক্তিগত নাগরিকের মামলায় পুলিস যেমন তদন্ত করছে, আইনানুযায়ী যা ব্যবস্থা নেওয়ার নিচ্ছে তেমনই চলবে। এখানে মামলা খারিজ এবং নিষ্পত্তি করে দেওয়া হল। সুপ্রিম কোর্ট এই মামলায় কোনও হস্তক্ষেপ করতে চায় না।