প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
২০২১ সালে সিঙ্গুর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন সৃজন ভট্টাচার্য। সেই সময় তাঁর সম্পত্তি কত ছিল? নির্বাচন কমিশনের কাছে জমা পড়া হলফনামা অনুযায়ী, সেই সময় তাঁর সম্পত্তির পরিমাণ ছিল ৫৯ লক্ষ ৫ হাজার ৪০৩ টাকা। এর মধ্যে জমা টাকা, নগদ ও গয়না সহ অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১৯ লক্ষ ৩৯ হাজার ৮২৬ টাকা। বাকিটা স্থাবর সম্পত্তি। সেই তালিকায় ছিল পূর্ব কলকাতার কসবার একটি ফ্ল্যাট ও শান্তিনিকেতনের একটি বাড়ি। এবার হলফনামা দিয়ে সৃজন যে সম্পত্তির খতিয়ান পেশ করেছেন, সেখানে তাঁর অস্থাবর সম্পত্তির অঙ্ক ১ কোটি ৭১ হাজার ৮১ টাকা। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পদের অঙ্ক ৪ লক্ষ ১৭ হাজার ৮৮৬ টাকা। তিনি পেশায় কলেজ শিক্ষিকা। এখানে অবশ্য সম্পত্তির মোট অঙ্কে কলকাতা ও বোলপুরের বাড়ি দু’টিকে যোগ করা হয়নি। পেশা হিসেবে নিজেকে দলীয় হোলটাইমার হিসেবেই উল্লেখ করেছেন সৃজন। অন্যদিকে ডায়মন্ডহারবারের সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান সিপিএমের হোলটাইমার হিসেবে পরিচয় দিয়েছেন নিজের। তাঁর সম্পদের পরিমাণ মাত্র ৬ লক্ষ ২৭ হাজার ৪৫৯ টাকা।
ডায়মন্ডহারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ২০১৪ সালে সম্পদের পরিমাণ ছিল ১ কোটি ৫১ লক্ষ ৯৯ হাজার ২৭২ টাকা। ২০১৯ সালে তা কমে হয় ১ কোটি ৩৭ লক্ষ ৯৪ হাজার ৩২০ টাকা। শুক্রবার মনোনয়ন জমা করেছেন তিনি। সেখানে দেখা গিয়েছে, তাঁর মোট সম্পদের পরিমাণ আরও কিছুটা কমে হয়েছে ১ কোটি ২৬ লক্ষ ২০ হাজার ২০৪ টাকা। অন্যদিকে কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের স্থাবর সম্পদের পরিমাণ প্রায় ২০ লক্ষ ৫০ হাজার টাকা। অস্থাবর সম্পত্তি রয়েছে ১ কোটি ২৯ লক্ষ ৫৬ হাজার ১৯০ টাকা। দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ১ কোটি ২৭ লক্ষ ২৭ হাজার ৫২৩ টাকা। তাঁর স্থাবর সম্পদের পরিমাণ ৯০ লক্ষ ৭২ হাজার টাকা।