প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
এছাড়া চতুর্থ দফার নির্বাচনেও হিংসা রুখতে একাধিক ব্যবস্থা নিয়েছে কমিশন। সেই মর্মে জেলাগুলিকেও নির্দেশ পাঠানো হয়েছে। জেলাগুলিকে বলা হয়েছে, সম্ভাব্য চিহ্নিত গোলমালকারীদের পাকড়াও করে ভোটের সময়কাল পর্যন্ত হেফাজতে রাখতে হবে। নির্বাচনের আগেই নির্দিষ্ট কেন্দ্রের উত্তেজনাপ্রবণ এলাকায় জামিন অযোগ্য পরোয়ানা শূন্যে নামিয়ে আনতে হবে। গত বিধানসভা ও পঞ্চায়েত ভোটে যেসব অঞ্চলে অশান্তি হয়েছে সেসব এলাকায় সবসময় টহল দেবে কুইক রেসপন্স টিম। বুথের বাইরের এলাকার নিরাপত্তা শুধু কেন্দ্রীয় বাহিনীর নয়, রাজ্য পুলিসকেও এই ব্যাপারে সক্রিয় ভূমিকা নিতে হবে।
এদিকে, রাজ্যের ভোটগণনা নিয়ে ১৬ মে জরুরি বৈঠকে বসবে সিইও অফিস। বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের সমস্ত ডিএম, ওসি ইভিএম এবং ওসি ইলেকশন পদমর্যাদার অফিসাররা। বৈঠকে থাকবেন সিইও আরিজ আফতাব, অতিরিক্ত সিইও এবং সিইও অফিসের অন্য অফিসাররা। ভোটগণনার ব্যবস্থাপনা নিয়ে চূড়ান্ত রূপরেখা ঠিক হবে ওই বৈঠকেই। কাউন্টিং সেন্টারগুলির নিরাপত্তা ব্যবস্থা থেকে পরিকাঠামো পর্যন্ত নানা বিষয়ে আলোচনা করা হবে ওইদিন।