হঠাৎ পাওয়া যোগাযোগের মাধ্যমে কর্ম জটিলতার অবসান ও মানসিক চিন্তামুক্তি। আয় ব্যয়ের ক্ষেত্র ঠিক থাকবে ... বিশদ
এই মুহূর্তে শহরের অধিকাংশ বেসরকারি স্কুলে পরীক্ষা চলছে। কবি সুভাষ থেকে পরবর্তী সমস্ত স্টেশনগুলিতে সকালের ওই সময় অসংখ্য পরীক্ষার্থী ও অভিভাবকদের ভিড়। সঙ্গে অফিসযাত্রীদের
জমায়েত। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, পরিষেবা বন্ধ থাকার সঠিক কারণ ঘোষণা করা হয়নি মেট্রোর তরফে। তবে এর জেরে বহু পরীক্ষার্থী এদিন
পরীক্ষায় বসতে পারেনি। গন্তব্যে পৌঁছতে চূড়ান্ত নাকাল হন হাজার হাজার যাত্রী। মেট্রো সূত্রের দাবি, প্রায় ২৫ মিনিট মেট্রো চলাচলে ছেদ পড়ে। দক্ষিণেশ্বরগামী দিনের প্রথম তিন থেকে চারটি মেট্রো পরিষেভা কবি সুভাষ থেকে ছাড়তে পারেনি। দিনের শুরুর এই মেট্রো বিভ্রাটের জের চলে আরও কয়েক ঘণ্টা।