নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: মঙ্গলবার গোসাবার বিধায়ক সুব্রত মণ্ডলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে মন্ত্রী ও সাংসদের সামনে বিডিও অফিসের বাইরে বিক্ষোভ দেখিয়েছিলেন একদল মানুষ। নেতৃত্বে ছিলেন বিধায়ক বিরোধী গোষ্ঠীর নেতা-কর্মীরা। বুধবার সেই আন্দোলনকারী বাসিন্দাদের বাড়িতেই তাণ্ডব চালানোর অভিযোগ উঠল বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে। এদিন প্রায় ৩০-৩২ জনের বাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ১৮-২০টি বাইক ভাঙা হয়েছে। রেহাই পায়নি টোটোও। অভিযোগ, কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়, যা পুলিস আটকে দেয়। বালি-১ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ঘটেছে এই ঘটনা। সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে গোটা পঞ্চায়েত। এলাকায় বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়। পরিস্থিতি শান্ত হলেও এলাকা থমথমে হয়ে রয়েছে।
এই পঞ্চায়েত বিধায়কের নিজস্ব এলাকা। মঙ্গলবার বিক্ষোভকারীদের মধ্যে অনেকেই সেখান থেকে গিয়েছিলেন। আক্রান্ত মানুষজনের দাবি, সকাল ৯টা থেকে স্থানীয় পঞ্চায়েতের সদস্য এবং এক পদাধিকারির নেতৃত্বে চলে নির্বিচারে হামলা। মঙ্গলবার আমরা সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর সামনে বিধায়কের বিরুদ্ধে প্রতিবাদ করাতেই আক্রমণ করা হয়েছে। ঘটনার জেরে চরম আতঙ্কিত হয়ে পড়েছেন গ্রামবাসীরা। এদিকে, বিধায়ক বলেন, একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। দু’পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে পরিস্থিতি এখন শান্ত। - নিজস্ব চিত্র