প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
উলুবেড়িয়ার গ্রামীণ জেলায় যে সব কালী প্রতিমা দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, তার মধ্যে খলিশানী কালীতলা অন্যতম। থিম আর সাবেকিয়ানার লড়াইয়ে জমজমাট হয়ে ওঠে এই এলাকা। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। শুঁড়িখালি দশবাগা শনি-কালী মন্দির কমিটির পুজো এই বছর ৪৮ বছরে পা দিল। তাদের থিম ‘জাস্টিস’। পুজো কমিটির সম্পাদক শুভ বারিক বলেন, আর জি করের ঘটনার প্রেক্ষিতকে ভিত্তি করেই আমরা মণ্ডপ সাজিয়ে তুলেছি। শুধু তাই নয়, নারী নির্যাতন বন্ধের আবেদনও জানানো হয়েছে। মণ্ডপ সজ্জার পাশাপাশি প্রতিমাতেও অভিনবত্ব থাকছে বলে জানিয়েছেন তিনি। শুঁড়িখালি নজরুল সঙ্ঘের পুজো এবার ৫৪ তম বর্ষে পদার্পণ করল। দক্ষিণাত্যের একটি মন্দিরের আদলে তৈরি হয়েছে পুজো মণ্ডপ। এখানকার সুদৃশ্য আলোকসজ্জা দর্শনার্থীদের নজর কাড়বে। পুজো কমিটির কর্তা বংশী মণ্ডল বলেন, বুধবার পুজো মণ্ডপের উদ্বোধন করবেন বেলুড় মঠের মহারাজ স্বামী লোকেশানন্দজি মহরাজ। কালীপুজোর দিন হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও। এছাড়াও দশবাগা সার্বজনীন পুজো কমিটি, নেতাজিপল্লি উন্নয়ন সমিতির পুজোও দর্শনার্থীদের নজর কাড়বে।