প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
বারাসত লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়েছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। শুরুতেই তাঁর বিরুদ্ধে ফৌজদারী মামলা নিয়ে বিতর্ক হয়েছিল। তারপর তাঁর শিক্ষাগত যোগ্যতা নিয়ে নানা প্রশ্ন উঠে যায়। মঙ্গলবার দেখা গেল, তাঁর আপ্ত সহায়ক এক নির্দল প্রার্থীর মনোনয়নে সহায়তা করছেন। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার। সোমবার তিনি মনোনয়ন জমা দিয়েছেন। মঙ্গলবার দেখা গেল, কাকলি ঘোষ নামে এক মহিলা নির্দল হিসেবে মনোনয়ন দিয়েছেন। ওই মনোনয়নের সময় হাজির থাকতে দেখা যায় বিজেপি প্রার্থীর আপ্ত সহায়ক বলে পরিচিত প্রবীর রায়কে। তার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় নানা জল্পনা। প্রবীরবাবু প্রথমে বলেন, ‘ এ বিষয়ে আমি কিছুই জানি না।’ এরপর তিনি বলে বসেন, ‘ওই সময় অন্য একটি কাজে আমি জেলাশাসকের ঘরে ছিলাম।’ বিজেপি প্রার্থী স্বপন মজুমদার বলেন, ‘এটা নিয়ে আমার বলার কিছু নেই।’ তবে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। মন্ত্রী রথীন ঘোষ বলেন, ‘সবটাই বিজেপির ফন্দি। যেহেতু আমাদের প্রার্থীর নাম এবং ওই নির্দল প্রার্থীর নাম একই, তাই ভুল করেও কিছু ভোট ওঁর দিকে চলে গেলে তাদেরই লাভ হবে বলে ভাবছে বিজেপি। তবে ওদের এই উদ্দেশ্য সফল হবে না। কারণ, নির্দল প্রার্থীদের নাম ইভিএমে সবশেষে থাকবে। আর আমাদের প্রার্থীর নাম থাকবে প্রথমে।’ এদিকে, বারাসতেও বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের নামে একজন নির্দল মনোনয়ন জমা করেছেন। যদিও বিজেপি প্রার্থী বলেন, ‘তৃণমূলই চক্রান্ত করে এই কাজ করিয়েছে।’ পাল্টা তৃণমূল বলছে, ‘গণতান্ত্রিক দেশে যে কেউ প্রার্থী হিসেবে নিয়ম মেনে মনোনয়ন দাখিল করতে পারেন।’