প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
এদিন অমিত শাহ তাঁর বক্তব্যে অনুপ্রবেশ, দুর্নীতির পাশাপাশি দামোদর থেকে অবৈধভাবে বালি তোলার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেন। এদিন বিকেলে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরীর সমর্থনে এই নির্বাচনী জনসভায় অমিত শাহ বলেন, দিদির ভাইপোর গুন্ডারা দামোদর থেকে ট্রাক বোঝাই করে বালি লুট করছে। বিজেপি ফের ক্ষমতায় এসে এই বালি লুট বন্ধ করবে। এদিন অমিত শাহ অভিযোগ করেন, তৃণমূলের লোকজন রূপনারায়ণের পাড় দখল করেও দোকান তৈরি করেছে। এতে চাষের সমস্যা হচ্ছে। পরবর্তীকালে এসবও বন্ধ করা হবে। তিনি বলেন, তৃণমূলের গুন্ডারা উলুবেড়িয়ার ২০ লক্ষ লোকের জীবিকা জরি শিল্প বন্ধ করে দিয়েছে। বিজেপি কেন্দ্রে সরকার গঠনের পর এই শিল্পকে পুনুরুজ্জীবিত করবে।
এদিনের সভায় সবার নজর কাড়ে ছোট মেয়ে ঋদ্ধির হাতে আঁকা অমিত শাহর ছবি। এদিন দুপুরে মায়ের সঙ্গে সভাস্থলে হাজির হয়েছিল নারিট গাজিপুরের বাসিন্দা পঞ্চম শ্রেণির ছাত্রী ঋদ্ধি ভৌমিক। অমিত শাহ মঞ্চে উঠতেই ঋতি তাঁর দৃষ্টি আকর্ষণের জন্য হাতে ছবি নিয়ে দাঁড়িয়ে থাকে মঞ্চের কাছে। সভা শেষে সেই ছবি নজরে আসে অমিত শাহর। তিনি ছবি চেয়ে নেন। হাসি ফোটে ছোট ৠদ্ধির মুখে।