বার্সেলোনা: মরশুম তখন শুরু হওয়ার মুখে। সদ্য দায়িত্ব নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসেছেন বার্সেলোনার নতুন কোচ হ্যান্স ফ্লিক। আলোচ্য বিষয়, ডিফেন্সিভ মিডফিল্ডার সন্ধান। সের্গি বুস্কেতস ইতিমধ্যেই ইন্তার মায়ামিতে যোগ দিয়েছেন। ফ্র্যাঙ্কি ডে জংয়ের চোট। আর্থিক সমস্যায় ওরিওল রোমিউকেও ফেরানো অসম্ভব। মিটিংয়ে ফ্লিক হঠাত্ই বলে উঠলেন, ‘চিন্তা নেই বুস্কেতস-ডে জংয়ের বিকল্প রয়েছে। সম্প্রতি আমি বার্সেলোনা বি দলের খেলা দেখতে গিয়েছিলাম। সেখানে বের্নাল ও কাসাদোকে আমার বেশ পছন্দ হয়েছে। ওদের সিনিয়র দলে প্রোমোট করা হোক।’ বাকিটা সবারই জানা। লা মাসিয়ার একঝাঁক তরুণের কাঁধে ভর করে চলতি লা লিগায় দাপট জারি বার্সার। দিন চারেক আগে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দেওয়ার পর শনিবার রাতে রিয়ালকে ৪-০ গোলে দুরমুশ করেছেন ইয়ামালরা। এই দুই ম্যাচেই খেলেছেন লা মাসিয়ার ছয় ফুটবলার। দুরন্ত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন কাসাদো, লামিনেরা। মেসি-উত্তর যুগের প্রাথমিক খরা কাটিয়ে বার্সাকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে লা মাসিয়ার এই যুব ব্রিগেড।
চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল প্রতিবছরই বিপুল অর্থ খরচ করে হেভিওয়েট দল গড়ে। এবার তারা ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপেকেও দলে ভিড়িয়েছে। তবু এল ক্লাসিকোয় বার্সার তারুণ্যের সঙ্গে পেরে উঠল না রিয়াল। বলা ভালো, লা মাসিয়ার সৃষ্টির কাছেই ফিকে হয়ে গিয়েছে তাদের যাবতীয় প্রয়াস। এক সময় এই ফুটবল তীর্থ থেকেই উঠে এসেছিলেন মেসি, ইনিয়েস্তা, জাভির মতো কিংবদন্তি। বার্সার সেই সাপ্লাই লাইন আজও একই রকম কার্যকরী।