প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
জোড়া বিদেশি স্টপারে দল নামিয়ে রক্ষণ পোক্ত করেছেন স্প্যানিশ হেড স্যার। আলবার্তোর পাশে অনেক সাবলীল টম আলড্রেড। কিন্তু আইএসএলের নিয়ম অনুযায়ী প্রথম একাদশে চার বিদেশি ব্যবহার করা যায়। ফলে আপফ্রন্টে বিদেশি বাড়ানোর সুযোগ নষ্ট হচ্ছে। হায়দরাবাদের বিরুদ্ধে আলড্রেড বেঞ্চে থাকতে পারেন। বদলে কামিংস বা পেত্রাতোসের মধ্যে একজনকে চূড়ান্ত এগারোয় আনার ভাবনা রয়েছে। থিঙ্কট্যাঙ্কের উপলব্ধি হায়দরাবাদকে ঘাড়ে চাপতে দিলে সমস্যা। ম্যাচের রাশ হাতে রাখতে দ্রুত লক্ষ্যভেদ জরুরি। গ্রেগ স্টুয়ার্ট, ম্যাকলারেনের সঙ্গে আরও এক বিদেশি জুড়ে দিলে আক্রমণে বৈচিত্র্য বাড়বে। আগামী দু’দিনের প্র্যাকটিস সেশনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মোলিনা।