প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
অস্ট্রেলিয়া সফরে সামির না থাকাটা ভারতীয় দলের কাছে যেমন বড় ধাক্কা, তেমনি ক্যাঙারু বাহিনীর কাছে কিছুটা হলেও স্বস্তির। ২০১৮ সালে তাঁর গতি ও সুইংয়ে কাবু হয়েছিলেন অজি ব্যাটসম্যানরা। সেই কারণেই হয়তো সামির অনুপস্থিতি কিছুটা হলেও চাঙ্গা করছে স্মিথদের। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডও যে দারুণ খুশি, তা স্পষ্ট সামিকে নিয়ে তাঁর কুম্ভীরাশ্রুতে। তিনি বলেছেন, ‘সামির না থাকাটা টিম ইন্ডিয়ার কাছে বড় ধাক্কা। ওকে নিয়ে আমাদের ব্যাটসম্যানদের মধ্যে অনবরত চর্চা দেখেছি। তা থেকে বুঝেছি, ওর বোলিংকে কতটা সমীহ করে অজি ব্যাটসম্যানরা। আসলে ওর লাইন লেংথ দুর্দান্ত। সামির মতো অভিজ্ঞ পেসার একদিক থেকে আক্রমণ গড়লে যশপ্রীত বুমরাহর কাজটা আরও সহজ হয়ে যেত। সামির বিকল্প কে হবে জানি না। তবে ভারতীয় পেস আক্রমণের রিজার্ভ বেঞ্চও বেশ শক্তিশালী। সেটা আমরা গত সিরিজেই টের পেয়েছি। তাই হাল্কাভাবে নেওয়ার কোনও অবকাশ নেই।’
উল্লেখ্য, অস্ট্রেলিয়া সফরে ভারতীয় পেস বিভাগে বুমরাহ, সিরাজের সঙ্গে রয়েছেন আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানার মতো নবাগতরা। ঘরের মাঠে নিউজিল্যান্ডের স্পিনের ছোবলে মুখ পুড়েছে রোহিতদের। ব্র্যাডম্যানের দেশে তাঁরা কীভাবে পেস সামলান সেটাই দেখার!