প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
সঞ্জয় মঞ্জরেকর যেমন টি-২০ সুলভ ভাবনাচিন্তা ত্যাগ করার পরামর্শ দিয়েছেন। তাঁর কথায়, ‘দ্বিতীয় ইনিংসে সরফরাজ খানকে ব্যাটিং অর্ডারে পিছিয়ে দিয়ে ওয়াশিংটন সুন্দরকে এগিয়ে আনার কোনও যুক্তি নেই। বাঁ হাতি হওয়ার কারণে সুন্দরকে আগে নামানোর সিদ্ধান্তই তুলে ধরছে রোহিতের টি-২০ মানসিকতা। এক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। টেস্টে ক্রিকেটারদের সার্বিক দক্ষতা ও ক্ষমতায় আস্থা রাখতে হয়।’ ব্যাটারদের সম্পর্কে তাঁর মূল্যায়ন, ‘শুভমান গিল স্পিন খেলতে পারছে না। বিরাট কোহলি লেংথ বুঝতে ভুল করছে। রোহিতকেও আত্মবিশ্বাসী দেখাচ্ছে না।’ প্রশ্নের মুখে কোচ গৌতম গম্ভীরও। প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বলেছেন, ‘নিউজিল্যান্ড দুটো টেস্টেই অনায়াসে জিতেছে। এই পরাজয় রীতিমতো উদ্বেগের। কোচ হিসেবে গম্ভীর অবশ্য বেশিদিন দায়িত্ব নেয়নি। ভারতীয় দলের কোচ হওয়া মোটেই সোজা নয়। দ্রুত শিখতে হবে ওকে।’
এই আবহে কোচ গম্ভীর অবশ্য শৃঙ্খলায় বাঁধতে চাইছেন ক্রিকেটারদের। সাধারণত পরপর টেস্ট থাকলে খুব একটা নেটে ঘাম ঝরাতে চান না তারকারা। ম্যাচের আগে বড়জোর একটা ঐচ্ছিক অনুশীলনে দেখা যায় তাঁদের। কেউ কেউ আবার সেটাও করেন না। হাল্কা গা ঘামিয়েই উঠে পড়েন। কিন্তু ১২ বছর পর টেস্ট সিরিজ হারের ধাক্কায় সেই অভ্যাস উড়ে যাচ্ছে। ওয়াংখেড়েতে শুক্রবার শুরু তৃতীয় টেস্ট। এমনিতে তা নিয়মরক্ষার হলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার আগে বুধ ও বৃহস্পতিবারের প্র্যাকটিস সেশনকে প্রত্যেকের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। যত বড় তারকাই হন না কেন, তা কেউ এড়াতে পারবেন না। অর্থাৎ ‘ঐচ্ছিক অনুশীলন’ বলে কিছু নেই।
রোহিতের মতো কোহলি, লোকেশ রাহুলরা অবশ্য শনিবারই চলে আসেন মুম্বই। তাঁরা পরিবারের সঙ্গে সময়ও কাটাচ্ছেন। বাকি দল রবিবার পৌঁছেছে মুম্বইয়ে। ঋষভ পন্থ, যশস্বী জয়সওয়ালদের দু’দিনের ছুটি দেওয়া হয়েছে। যশপ্রীত বুমরাহকে অবশ্য তৃতীয় টেস্ট থেকে বিশ্রাম দেওয়া হতে পারে। বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ ধরলে টানা চারটি ম্যাচ খেললেন তিনি। চলতি সিরিজে সেরা ছন্দেও দেখা যায়নি তাঁকে। দুই টেস্টে পকেটে মাত্র তিন উইকেট। অস্ট্রেলিয়ায় আসন্ন পাঁচ টেস্টের সিরিজে তাঁকে সেরা ছন্দে পেতে চাইছে টিম ম্যানেজমেন্ট। ওয়ার্কলোডের কথা মাথায় রেখে ওয়াংখেড়েতে বুমরাহকে এগারোর বাইরে রাখা হতে পারে। সেক্ষেত্রে দলে ফিরতে পারেন মহম্মদ সিরাজ।