প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
সার্থক গোলুই, বিদ্যাসাগর সিং, সুমিত পাসি সহ একঝাঁক প্রাক্তন ইস্ট বেঙ্গল ফুটবলারদের নিয়ে দল গড়েছে ইন্টার কাশী। লক্ষ্য আইএসএলে জায়গা করে নেওয়া। তাই অভিজ্ঞ ও সফল কোচকেই বেছে নিয়েছে ম্যানেজমেন্ট। আগস্ট থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছেন স্প্যানিশ কোচ। আই লিগে তাদের প্রথম ম্যাচ ২২ নভেম্বর এসসি বেঙ্গালুরুর বিরুদ্ধে। তবে অতীত যেন পিছু ছাড়ছে না হাবাসের। বললেন, ‘কলকাতা আমার সেকেন্ড হোম। আরপিজি গ্রুপের হাত ধরে ফুটবল পাগল এখানে এসেছিলাম। প্রথমে এটিকে, তারপর মোহন বাগানকে সাফল্য দিতে পেরেছি। তাই সবুজ-মেরুন ছাড়ার সময় কষ্ট হয়েছিল। এটাই জীবন।’ হাবাসের সঙ্গে জনি কাউকোও নৌকো ভিড়িয়েছেন কাশীতে। তাঁর মন্তব্য,‘পারফরম্যান্সের নিরিখেই মোহন বাগান রাখবে বলে আশা করেছিলাম।’