প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আই লিগ ও আইএসএলের মধ্যে যে বিস্তর ফারাক, তা হাড়ে হাড়ে টের পাচ্ছে মহমেডান স্পোর্টিং। লিগ যত গড়াচ্ছে লজ্জা বাড়ছে রেড রোডের পাশের ক্লাবের। শনিবার কিশোর ভারতী স্টেডিয়ামে ১২ নম্বর দলের কাছে মুখ থুবড়ে পড়ল সাদা-কালো ব্রিগেড। মহমেডানকে চার গোলের মালা পরাল হায়দরাবাদ এফসি।
চলতি আইএসএলে শুরুর দিকে উজ্জীবিত পারফরম্যান্স ছিল আলেক্সিসদের। আন্দ্রে চেরনিশভের হাই-প্রেসিং কৌশল ধরা পড়তেই ল্যাজেগোবরে অবস্থা। এদিন তো শুরু থেকেই কাঁপুনি শুরু। প্রথম ১৫ মিনিটের মধ্যেই তিন গোল হজম করে কার্যত হার নিশ্চিত করে ফেলে তারা। চার মিনিটে ফরাসি ডিফেন্ডার ফ্লোরেন্টের ব্যাক পাস ক্লিয়ার করতে ব্যর্থ গোলরক্ষক পদম ছেত্রী। ক্ষমার অযোগ্য ভুল কাজে লাগিয়ে জাল কাঁপান ব্রাজিলিয়ান স্ট্রাইকার অ্যালান (১-০)। তার দশ মিনিটের মধ্যেই সাই গডার্ডের ভাসানো কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন হায়দরাবাদের ৬ ফুট ৮ ইঞ্চির ডিফেন্ডার স্টেফান সাপিচ (২-০)। এদিন চোটের কারণে মহমেডানের দীর্ঘদেহী ডিফেন্ডার আদজেই খেলেননি। তাঁর পরিবর্তে খেলা ফরাসি ডিফেন্ডার ফ্লোরেন্ট বেশ নড়বড়ে। ১৫ মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে আবার লক্ষ্যভেদ অ্যালানের (৩-০)। এক্ষেত্রে ক্লোজ করতে ব্যর্থ ফ্লোরেন্ট। আর ৫১ মিনিটে হোম টিমের কফিনে শেষ পেরেকটি পোঁতেন পরাগ শ্রীবাস (৪-০)। এই হারের পর ছ’ম্যাচে মহমেডানের পয়েন্ট চার। লিগ টেবিলে ১২ নম্বরে তারা। অন্যদিকে পাঁচ ম্যাচে চার পয়েন্ট নিয়ে একাদশ স্থানে হায়দরাবাদ। অন্য ম্যাচে জামশেদপুর এফসি’কে ৫-০ গোলে হারাল নর্থইস্ট ইউনাইটেড।