প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
বেঙ্গালুরু টেস্টে সুযোগ পাননি স্যান্টনার। পুনেতে তাঁর স্পিনের জালে বেসামাল টিম ইন্ডিয়া। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে ১৩ উইকেট স্যান্টনারের ঝুলিতে। বিশেষজ্ঞদের ক্রিকেট চর্চায় ফিরল নরেন্দ্র হিরওয়ানির স্মৃতি। ৩৬ বছর আগে ডেসমন্ড হেইন্স, স্যার ভিভ রিচার্ডস, রিচি রিচার্ডসনদের চোখে ধুতরো ফুল দেখিয়ে ১৬ উইকেট দখল করেছিলেন হিরওয়ানি। সেভাবেই পুনেতে রাজ করলেন স্যান্টনার। কিউয়ি স্পিনারকে হয়তো সেভাবে পাত্তা দেয়নি তারকায় ভরা ভারতীয় শিবির। তবে রোহিতরা বোধহয় জানতেন না যে, শ্রীলঙ্কার প্রাক্তন স্পিনার রঙ্গনা হেরাথ কিউয়ি শিবিরে যোগ দেওয়ার পর কতখানি বিষাক্ত হয়ে গিয়েছেন বাঁ হাতি স্পিনার স্যান্টনার। ড্যানিয়েল ভেত্তোরির পর দ্বিতীয় কিউই স্পিনার হিসেবে দুই ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট পেলেন তিনি।