প্রায় সম্পূর্ণ কাজে আকস্মিক বিঘ্ন আসতে পারে। কর্মে অধিক পরিশ্রমে স্বাস্থ্যহানির আশঙ্কা। ... বিশদ
শুক্রবার সন্ধ্যায় ইডেনে অনুশীলনের ফাঁকে অভিষেক নায়ারের সঙ্গে কথা বলছিলেন রোহিত। দু’জনেই মুম্বইকর। একসঙ্গে খেলেওছেন। তাই তাঁর কাছে মনের কথা খুলে বলেন হিটম্যান। তাঁকে বলতে শোনা যায়, ‘প্রতিটি জিনিস বদলানো হচ্ছে। অবশ্য এটা পুরোটাই ওদের ব্যাপার। আমি ওসবে পাত্তা দিই না। আর যাই হোক না কেন, ওটা আমার ঘর। ওই মন্দিরটা (মুম্বই ইন্ডিয়ান্স) আমার হাতেই গড়া।’ রোহিতের এই মন্তব্যেই পরিষ্কার যে, নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ায় তিনি কতটা ব্যথিত হয়েছেন। মুম্বই তাঁর অধীনেই পাঁচবার আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু দলের সবকিছুতেই এখন পরিবর্তনের ছোঁয়া। সেটাই মানতে কষ্ট হচ্ছে রোহিতের। এই কথাবার্তার পুরোটাই ভিডিও করা হয় নাইটদের পক্ষে। চারপাশের চিৎকারে অডিও কখনও কখনও অস্পষ্ট হলেও মোদ্দা কথা বুঝতে অসুবিধা হয়নি রোহিত অনুরাগীদের। সোশ্যাল মিডিয়ায় অনেকে দাবি করেন যে, তাঁরা রোহিতকে বলতে শুনেছেন, ‘ভাই, আমার আর কী, এটা তো আমার শেষ মরশুম।’ তবে কি এটাই আইপিএলে রোহিতের শেষ মরশুম? নাকি, মুম্বইয়ের জার্সি গায়ে পরের মরশুমে দেখা যাবে না তাঁকে?
কেউ কেউ আবার আগামী মরশুমে রোহিতকে কলকাতা নাইট রাইডার্সে দেখার ব্যাপারেও আশাবাদী। অভিষেক নায়ারের সঙ্গে রোহিতের সুসম্পর্ক সেই ইঙ্গিতই দিচ্ছে বলে ধারণা তাঁদের। তবে এটা নিয়ে কোনও সংশয় নেই যে, হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে খেলতে একেবারেই ভালো লাগছে না রোহিতের। তাই ফ্র্যাঞ্চাইজি বদলের কথা তিনি ভাবতেই পারেন।